নির্বাক চিত্ত

সোহাগ খান
Published : 3 June 2012, 05:07 PM
Updated : 3 June 2012, 05:07 PM

কোন প্রশ্নের উত্তর খুজতে গেলে সবাই খালি কেই প্রকাশ করে?

সকল স্বার্থপরেরা সকল স্বার্থপরের ভাই।যখন কোন প্রভাবশালীরা কোন অসহায়ের জমি দখল করে ,তখন সাংবাদিক ভাইদের কাছে গেলে বলে আমাদের কিছু করার নেই;বেশ ভালো কথা।দশ হাজার টাকা দিলেই গাড়ী আসবে,দৃশ্য ধারণ হবে,আর কিছু দিলেই চ্যানেলে প্রচার হবে।এটাই আমার এক শ্রেনীর ভাইদের নিত্য দিনের আলাপ।এটা যখন কোন ভিক্টিম বলে পাশে আমার আরও কিছু ভাইরা থাকে তারাও থাকে নির্বাক। ভিক্টিম ভাবে এখানে বুঝি এটাই নিয়ম। ফুটপথে লেকচার দিয়ে যখন কোন হকার পেটের ভাত যোগাড় করে, তখন পটির খোপ ধরা ছেলেটি আসেনা,আসে আমার এক ভাই। সে তার পরিচয় দিতে গিয়ে বলে সে " সাংবাদিক "।সে চলে গেলে হকার বলে " হারাম টাকা হারামি কে দেব তাতে সমস্যা কি "। প্রত্যেকটা ব্যক্তিরই পছন্দের পক্ষ থাকে।তাই নাগরিক ও রাজনৈতিক জীবনেও থাকে প্রিয় পক্ষ।আমার অনেক সাংবাদিক ভাইদের ও আছে কোন প্রিয় পক্ষ।নিজের অজানাতেই বা ইচ্ছাতেই কোন পক্ষের পক্ষে বা বি-পক্ষে লেখে ফেলে।এর জন্য কখনও সে প্রশংসা পাই কখন পাই নিন্দা।

সব শেষে বলতে চাই " সাংবাদিকদের মানহানির জন্য অনেকাংশে আমার কিছু এরকম ভাইরাই দায়ী।"