বেকারের রকমফের

বিশুদ্ধ বেকার
Published : 29 Sept 2011, 11:09 AM
Updated : 29 Sept 2011, 11:09 AM

আমি একজন বিশুদ্ধ বেকার। ভাবছেন, এইটা কি রকম? বলছি। বেকার হলো তিন রকম। এক, বিশুদ্ধ বেকার; দুই, মৌসুমী বেকার এবং তিন, ছদ্মবেশী বেকার। বিশুদ্ধ বেকারের ব্যখ্যা দেবার প্রয়োজন আছে বলে মনে করছি না। মৌসুমী বেকার হলো, যারা কখনো সখনো কাজ পায় আবার বেকার থাকে। ছদ্মবেশী বেকাররা যে কাজে আছে তাতে সন্তুষ্ট না তাই সুযোগ পেলেই আবার অন্য/নতুন কাজ খোঁজে।
উপরের কথা গুলো লিখলাম নিজের পরিচয়দানের জন্য। এই ব্লগে প্রথম লিখছি। আশা রাখি নিয়মিত আপনাদের সকলের সাথে মত বিনিময় হবে। ভালো থাকুন।