বাকৃবিতে ইউএনডিপি’র উদ্যোগে সাড়ম্বড়ে দ্বিতীয় সবুজ উৎসব পালিত

শুভ্রনীল
Published : 31 March 2012, 03:28 PM
Updated : 31 March 2012, 03:28 PM

আজ শনিবার বিকেল ৩টায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রামের (ইউ ওন ডি পি) উদ্যোগে গ্রীণ ডেভেলপমেন্ট ফেস্টিভ্যাল শীর্ষক এক কর্মশালা ও সবুজ উৎসব উদযাপিত হয়েছে। পরিবেশ সংরক্ষণসহ সমাজের বিভিন্ন দিক সচেতন করার লক্ষে ২০ বিদ্যালয়ের প্রায় ১৪০০ শিক্ষাথী এতে অংশ গ্রহণ করেন।

জানা যায়, পরিবেশ সংরক্ষণসহ সমাজের বিভিন্ন বিষয়ে শিশুদের মধ্যে সচেতনা গড়ে তোলার লক্ষে আজ শনিবার বিকেল ৩টায় জাতিসংঘ সংস্থা ইউওনডিপি'র 'গ্রীণ ব্রিকস' প্রকল্পের অংশ হিশেবে কর্মশালা ও সবুজ উৎসবের আয়োজন করা হয়। ইউএনডিপির গ্রীন ব্রিক প্রোজেক্টের কর্মকর্তা আবদুল্লাহ মুহিদের শুভ সূচনায় কর্মশালায় প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেইন মিয়া। কর্মশালায় বাংলাদেশের আলোকিত মুহূর্ত শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন বিখ্যাত লেখক ড. জাকির তালুকদার এবং বাংলাদেশের জীবন-জীবিকা, পরিবেশ ও এর উন্নয়ন শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন ইউ এন ডিপির গ্রীন ব্রিক প্রজেক্টের পরিচালক খন্দকার নেওয়াজ রহমান। জাতিসংঘের 'গ্রীণ ব্রিকস প্রকল্পে'র সহয়তায় 'হাইব্রিড হোপসম্যান ক্লিন প্রযুক্তি'র ব্যবহারে ইটভাটায় ধোঁয়া নির্গমের ১৫০ বছরের পুরানো প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে পরিবেশের দূষণ কমিয়ে আনা সম্ভব বলে কর্মশালায় বক্তরা অভিমত প্রকাশ করেন।
কর্মশালায় এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রফিকুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমাদের ভবিষ্যত নাগরিক পরিবেশ দূষণরোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, কর্মশালা শেষে সবুজ উৎসবে উপেন্দ্র কিশোর রায় চৌধারীর 'গুপি গায়েন বাঘা বায়েন' এর মঞ্চস্থ করেন স্কলাস্টিকা স্কুলের নাট্য ও সঙ্গীত কাব।

####

শুভ্রনীল রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ