বাকৃবিতে বাউরেসের দু’দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

শুভ্রনীল
Published : 2 April 2012, 03:13 PM
Updated : 2 April 2012, 03:13 PM

০২.০৪.১২
বাকৃবিতে বাউরেসের দু\'দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা
কৃষির উন্নয়নে প্রয়োজন আরো গবেষণা প্রতিষ্ঠান

শুভ্রনীল রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ
কৃষির উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। উন্নত দেশগুলো কৃষিকে সবের্াচ্চ গুরুত্ব দিয়ে কৃষি গবেষণায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। ওইসব দেশের তুলনায় বাংলাদেশে কৃষি বিষয়ক প্রশিণ ও গবেষণা প্রতিষ্ঠান কম রয়েছে। তাই দেশের কৃষির উন্নয়নে প্রয়োজন আরো কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। আজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেমের (বাউরেস) দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ওই কর্মশালায় এগারোটি বৈজ্ঞানিক সেশনে বাউরেস কতর্ৃক অনুমোদিত ১৪৯ টি গবেষণা প্রকল্পের ফলাফল, সাফল্য এবং অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাউরেসের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মোহসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. সামাদ খান ও বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, গবেষক, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার বিকালে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হবে দুই দিনব্যাপী ওই কর্মশালা।

শুভ্রনীল রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।