সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

শুভ্রনীল
Published : 9 April 2012, 09:46 AM
Updated : 9 April 2012, 09:46 AM

০৯.০৪.২০১২

আজ সোমবার দুপুর বারটায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সনাতন সংঘের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজয়'৭১ এর সামনের রাস্তায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার 'ধর্মীয় সংখ্যালঘু' হিন্দু সমপ্রদায়ের বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে । এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করার অভিযোগ এনে স্থানীয় কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতন চালায়। এর প্রতিবাদে আজ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ে সনাতন সংঘের উদ্যোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজয়'৭১ এর সামনের রাস্তায় মানববন্ধন করে। এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে শাস্তির দাবিসহ ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ, পুনর্বাসনের ব্যবস্থা ও সারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শুভ্রনীল রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ