আইলাম রে ভাই, খেদাইয়েন না!

আউলা মুনিষ
Published : 17 June 2012, 08:23 AM
Updated : 17 June 2012, 08:23 AM

আমি আজ থেকে এই জনপ্রিয় ব্লগে পড়তে ও লিখতে চেয়ে চলে এলাম, যদিও আমি আলাদা কোন গুরুত্ত্ব বহন করিনা!

আমার এমন কোন গুন নেই যাতে কেউ কখনও আমাকে কদর করে ডেকে নিয়েছে। তবুও এখানে হয়তো আপনাদের সাথে ভাবের আদান প্রদান করতে পারবো আর তা হবে আমার জন্যে বিরল সন্মাননা, কারন আমার ওই আদান-প্রদানের জায়গা খুবই কম! নামেও আউলা, আমার কাজ কামও কিছুটা "আউলা" ধরনের, কিন্তু তার ভেতরও সত্য কইলে আপনাদিগের প্রশ্রয় পাব বলে আমার ধারনা! আমি অবশ্য ব্লগ কখনোই লিখি নাই (এমনি লেখাই লিখি নাই যে!), কেন জানি আগে "ব্লগ" শব্দটি শুনলেই আমার মনে হতো হাতুড়ি জাতীয় কোন ভারী বস্তু, যা দ্বারা অনেক বাঁকা জিনিষ বাড়ি টাড়ি মেরে সোজা করা যায়! পরবর্তীতে এক বন্ধুর কাছে বিস্তারিত শুনলাম, আশা জাগলো নামে আউলা হলেও আমি যদি ব্লগে এসে নিজেকে খানিকটে গুছিয়ে নিতে পারি, তাতে যে আমার অনেক লাভ ও লোভ!

আমার এই মনস্কামনাতে আপনারা আমাকে খানিকটে প্রশ্রয় কি দেবেন না?