ডাল মে কুছ কুছ কালা লাগতা হ্যায়

মইন সিদ্দিকী
Published : 7 August 2012, 05:23 AM
Updated : 7 August 2012, 05:23 AM

মাত্র কিছুদিন আগে বেগম খালেদা জিয়া সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হয়ে পবিত্র ওমরাহ পালন (!) করে আসলেন .. তখন সৌদির নতুন যুবরাজের সাথে দেখা করে কি কি কথা বলেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন .. তবে তিনি দেশে ফিরে আসার পর তার উপদেষ্টা শমশের মুবীন অনেকটা 'ব্ল্যাকমেলিঙ্গের' মতো করে ইঙ্গিত দিলেন যে – সৌদিতে কর্মরত কয়েক লাখ বাংলাদেশী শ্রমিকদের 'আকামা' বিষয়ক জাদুর কাঠি (!) একমাত্র খালেদা জিয়ার হাতে ( এর অর্থ দাঁড়ায় – হে নাদান জনগণ , এবার বিএনপিকে ক্ষমতায় না আনলে সৌদি আরব কিন্তু গোস্বা করে আমাদের সব শ্রমিকদের 'আকামা' নবায়ন না করে দেশে ফেরত পাঠিয়ে দিবে .. যদিও সৌদি সরকার এব্যাপারে বাংলাদেশ সরকারকে এপর্যন্ত কোনো নেগেটিভ কথা বলে নাই ) … এর কিছুদিন পর বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত অনেকটা অস্বাভাবিকভাবেই 'এক সপ্তাহে দুইবার' খালেদা জিয়ার বাসায় গিয়ে দুজনে কি যে মিটিং করলেন , সে ব্যাপারে আমরা নাদান জনগণ কিছুই জানতে পারলাম না .. শুধু পত্রিকায় পড়লাম যে , রাষ্ট্রদূত মহোদয় নাকি দয়া পরবশ হয়ে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এসেছেন (!!)

যাহোক , আজ আবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বেগম সাহেবার হটাত পবিত্র ওমরাহ পালনের (!) ইচ্ছা হলো .. তাই তিনি নাকি আজ রাতেই আবার ফালু সাহেব সহ ১০/১২ জন সফর সঙ্গী নিয়ে রাষ্ট্রীয় মেহমান হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে আবারও ঢাকা ত্যাগ করবেন .. খুবই মহত – পবিত্র উদ্দেশ্য (!!) … কিন্তু আমরা নাদান জনগণ যে এতোই খারাপ যে , সব কিছুতেই শুধু খারাপ গন্ধ খুঁজে বেড়াই – এটা কিন্তু ভালো নয় … 'পাক-মন' বুদ্ধিজীবি / সুশীল জাতীয় ভদ্র লোকেরা কিন্তু আমাদের এসব ফালতু চিন্তা – ভাবনা একদমই পছন্দ করেন না … তবে 'নাদান' হলেও এটুকু অন্তত: বুঝতে পারছি যে , নির্বাচনের আগে – " ডাল মে কুছ কুছ কালা লাগতা হ্যায় " !!