যুব সমাজের নৈতিক চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে?

সোহেল চৌধুরী
Published : 13 July 2012, 06:21 PM
Updated : 13 July 2012, 06:21 PM

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের সোনার ছেলেরা পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একটা অরাজকতা সৃষ্টি করেছে এটা সকলের জানা, হল গুলো চর দখলের মত করে দখল করেছে, এর পরে দলীয় কোন্দলে হাজার হাজার কর্মী ও সাধারণ ছাত্ররা নিহত ও আহত হয়েছে। যার ক্ষোভে স্বয়ং প্রধানমন্ত্রী ছাত্রলীগের পদ থেকে সরে গেছেন। বর্তমানেও তা অদ্যাবধি চলতেছে, গত দুই দিন আগে শত বছরের ঐতিহাসিক বিদ্যাপীট সিলেট এম.সি. কলেজ আগুন দিয়ে সব জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়েছে, যাহা দেখে শিক্ষামন্ত্রী কাঁদলেন।

এবার আসি মহিলা নেত্রীদের কথা এরা নিজের দলীয় কর্মী ভাইদের কাছেও তাদের ইজ্জত রক্ষা করতে পারেনি। যা কিছুদিন আগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে একনেত্রী গান পরিবেশন করতে এসে ছাত্রলীগের নেতার কাছে ধর্ষিত হন। যাহা পত্র-পত্রিকাতে এসেছে, আর ইডেন কলেজে নতুন ছাত্রীদেরকে জোর করে অবৈধ ব্যবসা করাতে বাধ্য করাচ্ছেন, যা পত্র-পত্রিকায় এসেছে।

এভাবে চলতে থাকলে যুব সমাজের নৈতিক চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে???
জাতির বিবেকের কাছে প্রশ্ন!