রাস্তার পাশে কিংবা ফুটপাতে প্রকাশ্যে মূত্রত্যাগ

সৈয়দ ইফতেখার আলম
Published : 23 Dec 2012, 03:56 PM
Updated : 23 Dec 2012, 03:56 PM

রাস্তার পাশে কিংবা ফুটপাতে এভাবে প্রকাশ্যে মূত্রত্যাগ করা এখন আমাদের দেশের একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে করে বিব্রত হচ্ছে রাস্তা ধরে হেঁটে যাওয়া হাজারো পথচারী। বিপরীত লিঙ্গের পথচারী হলে তো বিব্রত বোধ করে উভয়েই। এমতাবস্থা পরিবর্তন তখনই সম্ভব যখন এই বিষয় টি নিয়ে একটি পৃথক আইন করা হবে এবং পর্যাপ্ত পাবলিক টয়লেট এবং সেগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিতকরনে সংশ্লিষ্ট কতৃপক্ষ উদ্যোগী হবে। তা না হলে এর ক্ষতিকর প্রভাব পরিবেশের উপরও নেমে আসবে। ছবিটি সংগ্রহ করেছি আমি সৈয়দ ইফতেখার আলম