ব্র্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সামনে ট্রেনের যাত্রীকে পেটালো টিকিট কালোবাজারীরা

সুমন রায়
Published : 6 March 2012, 09:04 AM
Updated : 6 March 2012, 09:04 AM

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে পুলিশের সামনে এক ট্রেনের যাত্রীকে বেধরক পিটিয়েছে টিকিট কালোবাজারীরা। আহত যাত্রীর নাম- রমজান ভূইয়া (৩৫)। তার বাড়ি গাজীপুর জেলার মির্জাপুর গ্রামে।
আহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, আজ মঙ্গলবার সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ষ্টেশনে মহানগর প্রভাতীর টিকিট নিতে টিকিট কাউন্টারে গেলে টিকিট নেই বলে জানায় কাউন্টারের লোকজন। পরে ষ্টেশনের অজ্ঞাত এক টিকিট কালোবাজারীর কাছ থেকে টিকিট কিনতে তাকে একটি ৫০০ টাকার ভাল নোট দেন রমজান ভূইয়া। কিছুক্ষণ পর অন্য এক কালোবাজারী এসে একটি ছেড়া ৫০০ টাকার নোট দিয়ে বলে নোটটি পাল্টে দেওয়ার জন্য। পরে রমজান বলে আমি ভাল নেটা দিয়েছি, পাল্টে দিতে পারবো না। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে অজ্ঞাত ১০/১৫ জনের একদল টিকিট কালোবাজারী রমজানকে ষ্টেশনের বাইরে নিয়ে এসে লাঠি দিয়ে বেধরক পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় রমজানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।