ফতোয়াবাজির ক্ষমতা কার? এদেশ কি কোরআনের আইনে চলে?

সুহৃদ
Published : 28 April 2011, 05:54 PM
Updated : 28 April 2011, 05:54 PM

ফতোয়া শব্দটি কোরআনে নেই। মুফতি শব্দটি ও নেই। যারা মুসলমান তাদের জন্য কোরআনের আইন। প্রশ্ন হচ্ছে – কোরআনের আইন প্রয়োগের ক্ষমতা কার ? ইসলাম ধর্ম মহান আল্লাহর প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ (সা.) দিয়েছেন। তিনি দায়িত্ব পেয়েছেন আল্লাহর কাছ থেকে। মুফতি সাহেব ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন কার কাছে ? মুফতিরা কাদের দ্বারা মুফতি হয়েছেন ? তাদের সনদপত্র কারা প্রদান করেছে ?

আল্লাহর আইন …..কোরআন; ভগবানের আইন…..বেদ…গীতা; গডের আইন….বাইবেল; ………………………..মুসলমান, হিন্দু,বুদ্ধ,খ্রিষ্টান……..সহ বাকি সম্প্রদায় যারা বাংগালি বা বাংলাদেশী তাদের জন্য কোন আইন চলবে?

সংবিধানকে কেউ যেন নিজেদের মতো মোনাফেক না বানায়……………………