লাদেন হত্যা কি আমেরিকার নতুন কোন নাটক?নাকি কাল্পনিক লাদেনের নাটকীয় হত্যা?

সুহৃদ
Published : 2 May 2011, 06:26 PM
Updated : 2 May 2011, 06:26 PM

যখন লাদেন হত্যার খবরটি পাই তখন আমি ট্রেনে। বিশ্বাস করেছি তাকে হত্যা করা হয়েছে। বাসায় ফিরে খবর ( বিবিসি..সিএনএস..জাজিরা) ধাঁধায় পড়ে গেলাম। ১০ বছর পর বুশ-ওবামারা তাকে পেলেন…………….তাও খোদ পাকিস্তানের রাজধানীতে……….ডিওএইচএস এর ভিতরে!!!!!! বাড়িটির ছবি দেখলাম, খাট…বিছানা বালিশ…আসবাবপত্র………….রক্তাক্ত মেঝে……….অনেক কিছু। দেখলাম না শুধু পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসীর মৃতদেহ। !!!!!!!!!!!!!!!

ধর্মীয় রীতিতে গোসল, জানাজা সবই সম্পন্ন করেছেন মার্কিন বাহিনী। কোন দৃশ্য বিশ্বকে দেখাতে পারেননি!!!!!!কবর দিয়েছেন আরব সাগরে……লাদেন সাহেবের দেহ গলে পচে তেল হবে আর আমেরিকা আজীবন তা সংগ্রহ করবে। এতসব কর্ম দেখে মনে হচ্ছে ওবামারা তাদের কাল্পনিক ওসামাকে নাটকীয় এবং সিনেমাটিক কায়দায় হত্যা শেষে সাগরে দাফন করেছেন!!!!!!!!!!!!!!!!!

ওবামা সাহেব কাছে নিবেদন…………….সৎ সাহস থাকলে পুরো শুটিংটা বিশ্বকে দেখান। আমরা আশ্বস্ত হই। আপনি বলেছেন 'বিশ্ব এখন নিরাপদ'। তাহলে বিশ্বব্যাপী আপনাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে নব্য সন্ত্রাসী বন্ধ করে বিশ্ববাসীকে শান্তি দিন।