ব্লগ: মুক্ত চিন্তা নাকি দালালির পিঠস্থান?

ইফেল
Published : 31 July 2012, 12:42 PM
Updated : 31 July 2012, 12:42 PM

ব্লগে ইদানিং কিছু কিছু তকমাধারি দালালের উদ্ভব হয়েছে । এই দালালগুলো জানে না যে ব্লগ রাজনীতির ময়দান না, মুক্তচিন্তার পিঠস্থান । ব্লগ-প্রশাসকদের একটু সজাগ থাকা উচিত এইসব দালালদের ব্যাপারে । গঠনমূলক সমালোচনার বাইরে কোন ধরনের চামচামি বরদাস্ত করা উচিত হবে না । এখানে আবুল-বন্দনা পড়ে তালি বাজাবে না কেউ । কারন, সত্যটা কারও অজানা নয় । প্রসন্গত: একটা কথা বলতে খুব ইচ্ছে করছে – "আবুল যদি দেশপ্রমিক হয়, নিজেকে আমি দেশদ্রোহী ছাড়া আর কিছুই বলব না" ।

আমরা আওয়ামী অথবা জাতীয়তাবাদি শক্তির ছত্রছায়ায় বসে লেজ নাড়ি না ।

আমরা বিবেকের ক্রীতদাস । কারন, বিবেকের দাসত্বেই মানবতার মুক্তি ।