আবুল মাল কি আ: লীগ এ বিএনপি’র চর ??!

সিনথিয়া
Published : 11 March 2012, 07:24 PM
Updated : 11 March 2012, 07:24 PM

খবর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ 11 মার্চ 2012 বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আগামীতে আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন । একদিন পর এই আভাসটি দিলে কি ক্ষতি হতো ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বুঝবেন আজকের এই আভাস এর কারণে কাল 12 মার্চ বিএনপি'র মহা সমাবেশ এ কিছু সমাগম বেশি হতে পারে যারা ঢাকা সিটির বাসিন্দা । বার বার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে অনেক আ:লীগ সমর্থক ও বিরক্ত তা কী অর্থমন্ত্রী / প্রধানমন্ত্রী বুঝেন? আর সাধারণ পাবলিক এর কথা কী বলব । রাজনীতিবিদ এর থেকে যখন ভিশন দূরীভূত হয়ে তার জায়গায় দুর্নীতি ও ব্যবসায়িক মানসিকতা স্থান নেয় তখন এরা হয়ে যায় "রাজনীতিবাজ" । কেউ কেউ হয় তো এর ও বেশী পান চর বনে গিয়ে , কেউ ধরা খান কেউ ধরা খান না । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কী সেরকম একজন?