জনসভার স্থান শহরের বাইরে নির্দিষ্ট করে দিন

সিনথিয়া
Published : 14 March 2012, 08:30 AM
Updated : 14 March 2012, 08:30 AM

বিরোধী দলের ১২ মার্চ ২০১২ এর মহাসমাবেশ ( তোফায়েলের ভাষায় কর্মীসভা ) কে কেন্দ্র করে দুই দিন অনেক কষ্ট করেছে ঢাকা শহরের অধিবাসীরা । আজকে ১৪ মার্চ ২০১২ সরকারী দলের "জনসভা" উপলক্ষে আবার সেই হয়রানি ও নির্যাতন । শহরের মধ্যে এই সভা গুলোর কারনে সাধারণ মানুষের কি পরিমান ভোগান্তি হয় তা কি আপনারা রাজনৈতিক দল গুলো দয়া করে একটু বিবেচনায় নিবেন? এত এত খালি জায়গা ভরাট করে হাউজিং হচ্ছে , তেমন একটি জায়গা শহরের বাইরে খুঁজে বের করে জনসভার জন্য নির্দিষ্ট করে দেয়া কি খুব অসম্ভব সরকারে পক্ষে ? ( যদি সদিচ্ছা থাকে ) । তখন যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যতদিন ইচ্ছা আপনারা জনসভা করতে থাকেন । আমরা একটু নির্বিঘ্নে চলাচল করি । তখন আমরাও চাইব জনসভা বেশি বেশী হোক । শহরের রাস্তা গুলো একটু বেশিক্ষণ ফাঁকা থাকুক । নিজে ভাল থাকুন এবং অন্যদের ভাল থাকতে দিন । অনেক বেশী চেয়ে ফেললাম নাতো ? সব দল কেই বলছি প্রমাণ দিন নিজের পকেট নয় , নিজের দেশ কে ও দেশের মানুষ কে আপনারা (রাজনীতিবাজরা) ভালবাসেন সত্যিকার অর্থে ।