কী আমার পরিচয়?

সিনথিয়া
Published : 2 April 2012, 03:16 PM
Updated : 2 April 2012, 03:16 PM

ফকির ইলিয়াস ভাই এর এক পোস্টে [লিংক] সহ ব্লগার majed ও বাঙাল মন্তব্য করেছেন আমার পরিচয় নাকি পরিষ্কার ।

আমি নিজে এখানে আমার পরিচয় তুলে ধরছি সকল সহব্লগারদের জ্ঞাতার্থে।
• যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে ।
• বিদেশী বন্ধুদের সম্মাননা দেয়া প্রশংসার দাবী রাখে ।
• আইএসআই থেকে টাকা নেয়ার জন্য খালেদার বিরুদ্ধে মামলা হোক ।
• যে সব রাষ্ট্র সরকারী ভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তাদের তালিকা প্রকাশ করার ব্যবস্থা নেয়া হোক । ( আমেরিকা রাজাকার না হয়ে মুক্তি বাহিনী তথা বাংলাদেশের পক্ষ নিতো তাহলে আমাদের 2 লক্ষ মা- বোনের ইজ্জত যেত না আর 30 লক্ষ শহীদ এর যে সংখা তা অনেক কম হতো । )
• প্রধান মন্ত্রী ও তার উপদেষ্টাদের / মন্ত্রী দের ভারত তোষণ নীতি বর্জন হোক ।
• সীমান্তে ভারতের হত্যা বন্ধ হোক ।
• পাকিস্তান কে ৭১ এ বাংলাদেশে হত্যা যজ্ঞের জন্য ক্ষমা চাইতে ই হবে ।
• সব দলের "রাজনীতিবাজ" দের কে "রাজনীতিবিদ" হতে হবে ।
• সংবিধান এর ৭০ অনুচ্ছেদ বাতিল করা হোক ।
• মন্ত্রী /আমলা / শিল্পপতি যে কারো বিরদ্ধে দুর্নীতির মামলা করতে 'দুদক' কে পূর্ণ ও শক্তিশালী ক্ষমতা দেয়া হোক ।
• সকল রাজনীতি বিদ ও সরকারি আমলা / কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়া হোক । (অনেক মিটার রিডার, কেরানী , পিয়ন এর ও ঢাকায় দু'তিনটে বাড়ির মালিক । আমলাদের কী আছে বুঝুন, তবে সবাই না ) ।
• কুইক রেন্টাল বিদ্যুত এর নামে লুটপাট বন্ধ করে দীর্ঘ মেয়াদি বিদ্যুত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা শুরু করা হোক ।
• আমি দলের চাইতে দেশ কে বেশী ভালবাসি ।
• আমেরিকার চাইতে বাংলাদেশ কে বেশী ভালবাসি ।
• আমার মা-জননীর চাইতে জন্মভূমি বাংলাদেশ কে বেশী ভালবাসি ।
• ব্যানার এ লিখেছি "জীবিত মানুষকে অভুক্ত ও কষ্টের মধ্যে রেখে মৃত মানুষের কবরে লক্ষ টাকার ফুল বর্ষণ / অর্পণ না করার জন্য সবাইকে আহ্বান জানাই । আসুন সবাই সোচ্চার হই । অন্যকে

নিঃস্বার্থ ভাবে কিছু করার মধ্যে যে অপার শান্তি তা অনুধাবন / উপলব্ধি করতে উদ্যোগী হই " ।
এই লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী ।