দেশে কী চলছে নিরব বাকশাল?

সিনথিয়া
Published : 27 May 2012, 10:49 AM
Updated : 27 May 2012, 10:49 AM

যারা ৭২-৭৪ দেখেন নাই , যারা বাকশাল দেখেন নাই , যারা রক্ষী বাহিনী দেখেন নাই । এখন দেইখা লন । বর্তমানের পুলিশ লীগ আর রক্ষী বাহিনী সমর্থক। আমি নেত্রী , আমি যা কমু তাই ঠিক । কারো কথা কথা চলব না । এক নেত্রী এক দেশ হাসিনার বাপের বঙ্গবন্ধু দেশ এর নাম বাংলাদেশ । হাসিনারে বদ দোয়া দিলে টু আবার মামলা খামু । অন্যদের বদ দোয়া দেই। শাহজাহান খান যেন রোড অ্যাক্সিডেন্ট এ এবং সাহারা খাতুন যেন গণ পিটুনি বা পুলিশের গুলিতে মরে এই বদ দোয়া করছি। যেই সব খারাপ উদাহরণ সৃষ্টি হচ্ছে তা যে ভবিষ্যতে ঘুরে নিজের উপরই এসে পড়বে না তার নিশ্চয়তা কে দিবে ? আমরা কবে ইতিহাস থেকে শিক্ষা নিব আর কবে মানুষ হব? পুলিশ বলে সাংবাদিক পিটাইলে কিছু হয় না! ছাত্র জীবনে একটা স্লোগান শুনে ছিলাম" একটা দুইটা ঠোলা (পুলিশ) ধর সকাল বিকাল নাস্তা কর"। এই রকম অবস্থা বাংলাদেশে যেন আর না হয় এই কামনা করি। রাজনীতিবাজরা যে পুলিশ কে কত নিচে নামিয়েছেন তার উদাহরণ ভবিষ্যতে হয় তো আরো সৃষ্টি হবে। কিন্তু সাংবাদিক ভাইরা ও কী চা এর কাপে নিজেদের সব সম্মান বিকিয়ে দেবেন । ধন্য মা তোমাকে , তোমার বাংলাদেশে এমন আমাদের কেই তুমি জন্ম দিয়েছো । আ .লীগ 2021 না 2051 না 2121 পর্যন্ত ক্ষমতায় থাকবে না আজীবন ক্ষমতায় থাকবে? সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এই সত্য কী সকল সময় সঠিক? সঠিক হলে আ:লীগ কী তা ভুলে যায় ? সন্দেহ হয় আ:লীগ সত্যিকার অর্থে জনগণের দল কিনা ।

পুনশ্চ : সাংবাদিক পেটানোর ঘটনায় এতটাই মর্মাহত যে আবেগে আর লিখতে পারছি না ।