বৃষ্টিবিহীন আষাঢ়?

আফরিন জারিন ইভা
Published : 17 June 2012, 11:13 AM
Updated : 17 June 2012, 11:13 AM

অনেক প্রতীক্ষার পর আষাঢ় মাস এলো। স্বাভাবিকভাবেই মনে আনন্দ ছিল—বৃষ্টি আসছে… বৃষ্টির জন্য অনেক প্রস্তুতিও ছিল বটে । কিন্তু বৃষ্টি এলো না । আজও একই দশা ! এখন পর্যন্ত বৃষ্টি নাই !! এভাবেই কি কেটে যাবে বর্ষাকাল ?

মনে হচ্ছে রবি ঠাকুরের কবিতা নতুন করে Edit করতে হবে, রবি ঠাকুর লিখেছিলেন, নীল নবগণে আষাঢ় গগণে, তিল ঠাই …. ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ঘরের বাইরে সবাই যাচ্ছে, তাও ছাতা ছাড়াই……….তাই বিজ্ঞমহলের নিকট প্রস্তাব থাকলো….. নূতন করে এর নূতন Version Up to Date করা ও তা আমাদের জন্য Publish করা ।