আমাদের এক ব্লগারের প্রতি অনুরোধ…

তানজীব
Published : 24 March 2012, 04:27 AM
Updated : 24 March 2012, 04:27 AM

মানুষ মাত্রই ভূল। মানুষ ভুল করে এটা স্বাভাবিক। কিন্ত এক সময় মানুয়ের ভুল ভাঙ্গে। এবং ভুল ভাঙ্গার পর সে যদি স্বীকার করে বা দুঃখ প্রকাশ করে তাহলে ধরে নিতে পারি সে মনুষ্যত্বের মাঝে আছে। সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইএসআই থেকে নির্বাচনের জন্য টাকা নিয়েছিলেন। সে কথা শোনার পর আমাদের প্রধানমন্ত্রী রীতিমত তার স্ববাসুলভ ভঙ্গিমায় কোরাস গাইতে শুরু করলেন। সাথে সাথে তার নেতা নেত্রীরা। খালিজ, টাইমস এবং ডেইলি মেইল তারপর প্রথম আলো। এই তিন পত্রিকা ছাড়া অন্য কোথাও এ খবরটি প্রকাশ হয়নি এবং খোদ পাকিস্তানেও। তারপর ও আমাদের প্রধানমন্ত্রী এবং তার নেতা নেত্রীরা খালেদা জিয়াকে তুলোধুনা করে ছেড়েছেন। আমার আপত্তি বা লেখার বিষয় তারা নয়। তারা যে কোন বিষয়ে খালেদা জিয়াকে গালাগালি এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা এখন মানুষের কাছে স্বাভাবিক অবস্থায় পৌঁছে গেছে। এই ব্লগেও কিছু লেখক খালেদা জিয়াকে তুলোধুনা করেছেন। আমি একজন লেখকের লেখা পড়েছি। তার সাথে "আধারের বাসিন্দা" উনার লেখাও পড়েছি। তিনি অনেক জবাব দিয়েছে। তার জন্য তাকে ধন্যবাদ। আর যিনি ব্লগে লিখেছেন তার নাম আমি এখানে উল্লেখ করছিনা। কারন তিনি যেন না ভাবেন আমি ব্যক্তিগত আক্রমন করছি। এখন মুল কথায় আসি। আমি ঐ লেখায় মন্তব্য করিনি কারন আমার ব্যপারটা পুরোপুরি জানা ছিল না। কিন্তু এখন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয় এবং আসাদ দুররানীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তার উল্লেখ করেছে যে,বিএনপি কে কোন টাকা তার দেয়ার ব্যপারে যে খবর প্রকাশিত হয়েছে তার কোন সত্যতা নেই। এখন জানি না আমাদের ব্লগার কি করবেন। উনি সংশোধন করবেন এবং ক্ষমা চাইবেন এটা উনার প্রতি আমার একটি অনুরোধ।