কোন পথে যাবেন এটিএন সাংবাদিকরা ? অপেক্ষায় থাকলাম!

তাপস রায়হান
Published : 28 June 2012, 12:31 PM
Updated : 28 June 2012, 12:31 PM

একজন মানুষের জন্য এটিএন বাংলা পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। মুখে কিছু না বললেও, আমরা অনুমান করতে পারি- তাদের মধ্যে কাজ করছে ভয়াবহ অস্থিরতা। এই দু:সময়ের শেষ কোথায়, কে জানে? তবে আমরা যারা সাংবাদিক. তারা এটুকু বুঝি- কয়েক'শ পরিবারের হাজার হাজার মানুয়ের ভাগ্যে হয়তো এগিয়ে আসছে কঠিন দুর্যোগ! প্রার্থনা করি, এমনটি যেন না হয়। কারণ, আর্থিক দৈন্যে সময়কে অনেক দীর্ঘ মনে হয়। মানুষ দিকভ্রান্ত হয়ে পড়েন।

স্বভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন উঁকি দেয়- এটিএনের এমন অবস্থা কে বানাল? এমন তো কথা ছিল না? প্রতিষ্ঠানের অধিকাংশ সাংবাদিক ও কর্মচারির তো কোন দোষ নেই? তাহলে অপরাধের দায়ভার তাদের কাঁধেও কেন?

সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে আন্দোলন বেগবান করুন। আমরা আছি আপনাদের সঙ্গে। কিন্তু যারা ঘটনার সাতে-পাঁচে নেই- তারা যেন কোনভাবেই এর ফল ভোগ না করেন? আমরা দৃঢ়ডাবে বিশ্বাস করি, শাস্তি ছাড়া কোন অপরাধীর মৃত্যু নেই। সরকার বা প্রশাসন ব্যর্থ হলে- তখন প্রতিশোধের দায়িত্ব নেয় প্রকৃতি। ফলাফলের জন্য আমরা অপেক্ষায় থাকলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!