অতীত আমাদের অহংকার, হিনা রাব্বানি

তারিক
Published : 10 Nov 2012, 07:23 PM
Updated : 10 Nov 2012, 07:23 PM

১৯৫২'র মহান ভাষা আন্দোলন, ১৯৬৬'র বঙ্গবন্ধুর ৬দফা, ১৯৬৯ বাংলার আপামর জনতার গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। কোনটাকে ভুলে যেতে বললেন ১৯৭১ সালের পরাজিত শক্তি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান। আমাদের বুকের উপর দাড়িয়ে আমাদের অতীতকে ভুলে যেতে বলে তিনি কি প্রকাশ্যে আমাদের স্বাধীনতার বিরোধিতা করলেন? কি করে ভুলিব আমরা আমদের ৩০ লক্ষ শহীদের কথা যারা বুকের তাজা রক্ত ঢেলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্টের জন্ম দিল তাদের কথা। আমার ২ লক্ষ নির্যাতিত মা-বোনের কথা যারা তাদের ইজ্জত দিয়ে মুক্ত করল আমার জন্মভূমি বাংলাদেশকে। আমার সেই মহান নেতাকে যার অঙ্গুলী হেলানে ক্ষমতার মসনদ কেঁপে উঠেছিল পাকিস্থানী শাসকদের। কোনটিকে ভুলে যাব হিনা রাব্বানি? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নাকি আপনাদের লেলিয়ে দেওয়া জানোয়ার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তা? আমাদের রক্তমাখা অতীত যতদিন একজন বাঙ্গালী বেঁচে থাকবে ততদিন আপনাদের জঘন্য পাপের জন্য ক্ষমা করবেনা। আপনারা অতীতে যে ভুল করেছেন তার জন্য ক্ষমা চান। বাঙ্গালী বীরের জাতি কারো কাছে মাথা নত করেনা। অতীত আমাদের স্বপ্ন, অতীত আমাদের গৌরব, আমাদের সামনে চলার প্রেরণা, অতীত আমাদের সামনে চলার সাহস যোগাবে যুগ যুগ ধরে।