জেগে উঠুন মানুষ ‘৭১ এর মত নব্য হায়েনার বিরুদ্ধে

তারিক
Published : 2 Feb 2015, 07:01 PM
Updated : 2 Feb 2015, 07:01 PM

৫ই জানুয়ারি হতে আজ পর্যন্ত সারাদেশে পেট্রোল বোমাই ৪৩ জনের মত সাধারন মানুষ অকালে প্রান দিয়েছেন। আমি যখন এই ব্লগটি লিখছি তখনও সারাদেশে অনেক জায়গায় পেট্রোল বোমার আগুনে আরও মানুষ দগ্ধ হয়ে হাসপাতাল এ ভর্তি হয়েছেন। জানিনা কি অপরাধ ছিল এই সাধারণ গরীব মানুষগুলোর? জীবিকার তাড়নাই তারা পথে বাহির হয়েছিল এই তাদের অপরাধ। কেউ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আর কেউ হিংসার আগুনে পুড়ে কয়লা হয়ে ইহলোক ত্যাগ করে পরপারে চলে গেছে। হয়তো আর কোনদিন এই হারিয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ আমরা নেবনা। তাদের পরিবার পরিজন কিভাবে আছে, কি খাচ্ছে, কেউ আমরা জানতে চাইবো না। কিন্তু যার হারিয়ে গেল সেই বুঝতে পারে হারিয়ে যাওয়ার যন্ত্রনা। অনেক সচ্ছল পরিবারে উপার্জনকারী মানুষটি হারিয়ে হয়তো পথে বসে যাবে। কিন্তু কি এসে যাই কার? আমাদের দরকার ক্ষমতা, রাজত্ব হোকনা হাজার মানুষ পুড়িয়ে মেরে। ক্ষমতার বিষবাস্পে আমরা সাধারণ জনগন আর কতকাল নিস্পেশিত হবো? কেন আমাদের মাথার উপর লাঠি রেখে ওরা আমাদের ব্যবহার করে? আর কতকাল আমরা পুড়ে কয়লা হবো? আর কতকাল আমরা ওদের ক্ষমতাই যাবার সিঁড়ি হয়ে আগুনে পুড়ে অংগার হবো? জেগে উঠুন মানুষ ৭১ এর মত নব্য হায়েনার বিরুদ্ধে বলুন আমরা আর পুড়ে মরতে চাই না। হতে চাইনা কারো ক্ষমতার সিঁড়ি।

https://www.facebook.com/tarek.tarifuzzaman"