শুভংকরের ফাঁকি – শব্দটির উৎস ও মানে কী?

তৃতীয়ভাবনা
Published : 28 March 2011, 04:27 AM
Updated : 28 March 2011, 04:27 AM

কথায় কথায় আমরা যে কথাটি আমরা হরহামেশা বলি তা হলো -শুভংকরের ফাঁকি । কিনতু এই শুভংকরের ফাঁকি বলে যে কথাটির প্রয়োগ আছে তার উৎস বা প্রয়োগ কখন থেকে এবং কিভাবে শুরু হলো ? শুভংকরের ফাঁকি শব্দটির মূল অর্থটা আসলে কি? জানা থাকলে দয়া করে একটু সাড়া দিবেন।