ইলিশও কি রাজনীতির শিকার?

তীর্যক নীল
Published : 24 July 2011, 12:45 PM
Updated : 24 July 2011, 12:45 PM

আজ বাংলাদেশ থে‍কে পশ্চিমবঙ্গে পৌঁচেছে ২০ হাজার কেজি ইলিশ। এখানকার লোকাল বাজারে যে ইলিশ বাংলাদেশী ৬০০/ টাকায় পাওয়া যাচ্ছে, সেই একই সাইজের ইলিশ আজকে বাংলাদেশে ঢাকার বাজারে বিক্রি হচ্ছে ৮০০/ টাকায়।

ব্যাপারটা কি দাঁড়াল?

বাংলাদেশে চলতি মাসে ভরা মৌসুমে ইলিশের আকাল। জেলেরা হতাশ তাই একটু দাম বেশি। হতেই পারে, কারণ সামনে রোজা। কিন্তু পশ্চিম বঙ্গে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের তুলনায় সস্তায় বিক্রি হয় কি করে? নিশ্চই পশ্চিমবঙ্গ সরকার ইলিশ আমদানী করে জনগণের জন্য ভর্তূকি দিচ্ছেনা। তাহলে? বাংলাদেশ সরকারের দর বেধে দেওয়া প্রতি ইলিশের রপ্তানী মূল্য ৬ ডলার। এটাই হচ্ছে কারণ। আমাদের দেশের সম্পদ অথচ আমরা খেতে পারছিনা কিন্তু রপ্তানী হচ্ছে আমরা যে দাম দিয়ে কিনছি, তার চেয়েও কম দামে। এটা কোন স্বার্থে? তাহলে কি ঐতিহাসিক পানিচুক্তির সাথে এই চুক্তিও ছিল যে, আমাদেরকে কমদামে ইলিশ রপ্তানী করতে হবে ভারতে?