মানুষের কাঁধে হাত রেখে কথা বলা যাবে না?

ট্রয়
Published : 12 Dec 2011, 01:57 AM
Updated : 12 Dec 2011, 01:57 AM

গত রাত ৯ টায় আমি ধানমণ্ডি ৬ এ তে রাস্তায় আমার এক বান্ধবি কে কিছু কথা বুঝাচ্ছিলাম, সে একটা কারনে ভীষণ রেগে ছিল, হাত কেটে বিশ্রী কাণ্ড করেছিল, তাই আমি ওর কাঁধে হাত রেখে বুঝাচ্ছিলাম, কিন্তু ঠিক সে সময়ে একজন সাদা পোশাকি পুলিশ এসে আমাকে আর ওকে ধরে, আমাকে বলে আমি ওর কাঁধে হাত রেখেছি কেন? আমার কি অধিকার, কাগজ আছে, সামজিক স্বীকৃতি আছে?

আচ্ছা কার কাঁধে হাত রাখতে কি দলীল করতে হয়? আমি আইন জানি, কারন আইনের ছাত্র, আমার অধিকার আছে আমার বান্ধবির ঘাড়ে হাত রাখার, আমিতো বেহায়াপনা করছিনা কিংবা এমন কিছু করছেনা যা চোখে লাগার মত খারাপ, এসব বলতেই সে যা ইচ্ছে তাই বলে একটা জঘন্য পরিবেশ সৃষ্ট করে। মেয়েটার যাতে কোন সম্মান হানি না হয় সেজন্য আমি হাতে পায়ে ধরে তাদের বিদায় করি, আমি তারপর খোঁজ নিয়ে জানি যে সে ধানমণ্ডি থানার ওসি। আমি মেয়েটির সম্মান রক্ষার্থে এবং তার যাতে করে কোন পারিবারিক সমস্যা না হয় সেজন্য ব্যাপারটি চেপে গেছি। যদি বাংলাদেশর মত একটা স্বাধীন(!) দেশে, মানুষের কাঁধে হাত না রেখে কথা বলা যায়, তবে কিসের স্বাধীন(!) আমরা?????? এমন না যে আমি বেহায়াপনা বা বেল্লালাপনা করছিলাম, ভদ্র ভাবে আমি আমার বান্ধবির কাঁধে হাত রেখে বুঝাচ্ছিলাম। আমার কি করা উচিত?