ঈদ-আনন্দের স্রোতধারায় ভাসুক কোটি-কোটি প্রাণ

তুষার ইকবাল
Published : 4 Nov 2011, 07:59 AM
Updated : 4 Nov 2011, 07:59 AM

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি।ঈদ মানে উল্লাস। ঈদ হচ্ছে সমগ্র মুসলমান জাতীর সবচাইতে বড় উৎসব। ঈদ এলে পথে-প্রান্তরে শুরু হয় ঘরমুখো মানুষের দেৌড়। ঈদ এলে কেউ ধির, কেউ অস্থির। আবার এই ঈদে কেউ হাসে, কেউ কাঁদে। ঈদের কারনে হাজারো বারনে মানুষ কাধে-কাধ মিলাই। ঈদের কারনে সকল বিভেদ ভূলে মানুষ-মানুষকে আপন করে নেয়। যেন পৃথিবীর মহা আজব বন্ধন। শিশু-কিশোর, তরুন-তরুনী, আবালবৃদ্ধবনিতা সকলেই নতুন করে সাজে। এযেন এক মহোৎসব, চারিদিকে খুশির রোল বাজে। তাই ঈদ আসুক,আনন্দে কাটুক, স্রোতধারায় ভাসুক কোটি-কোটি প্রাণ এ আমার শুভ কামনা।

পৃথিবীর সকল মুসলমানদের জানাই ঈদুল আয্হার শুভেচ্ছা…………………………