আর একটি ৭১ দরকার…

তুষার ইকবাল
Published : 12 March 2012, 05:13 PM
Updated : 12 March 2012, 05:13 PM

একদিকে বিএনপির ঢাকা চলো কর্মসূচী আর অন্যদিকে আওয়ামী লীগের নীরব পরিবহন বন্ধের কারচুপি-ই- বলে দেয় বাংলাদেশের গণতন্ত্র কোন পথে হাটছে। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটাকে পেয়েছি। স্বাধীনতার পর যে কটা দল এদেশে ক্ষমতায় এসেছে কেউ-ই এখন পর্যন্ত সফলতার মাল্য নিয়ে ফিরে যেতে পারেনি। কারন, যেই বনে যায়, সেই বাঘ হয়। আমরা কথায়- কথায় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ডিজিটাল হলে ৫২ কিংবা ৭১-ই হতো এখন আর সম্ভব নয়। ভাষানী, মুজিব, জিয়া, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, ওসমানিদের মত নেতার জন্ম আর হবেনা তাই বাংলাকে নিয়ে কোন স্বপ্ন পুরন হবেনা। বাংলাদেশের রাজনীতি মানেই, হত্যা, দুর্নীতি, প্রতিহিংসা আর নাম পরিবর্তনের রাজনীতি। এমপি-মন্ত্রীদের ভাগ্য বদলায় কিন্তু দেশের ভাগ্য বদলায় না। ছাগল দিয়ে যেমন এদেশে হাল চাষ হয়না, তেমনি নারী দিয়ে এদেশে গনতন্ত্র চলবে না। বাংলাদেশকে ধুয়ে-মুছে সোনার দেশে পরিণত করতে চাইলে, আর একটি ৭১ দরকার…..।