একজন মাহাথির মহাম্মাদ এর অপেক্ষায়! (পর্ব ১)

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 25 May 2011, 07:56 AM
Updated : 25 May 2011, 07:56 AM


বিখ্যাত বাউল শিল্পী ফকির আলমগীর একটি গানে বলেছেন "দাম দিয়ে কিনেছি বাংলা,কারো দানে পাওয়া নয়" আসলেই তাই। আমরা একমাত্র জাতি জারা কিনা মায়ের ভাষার জন্য যুদ্ধ করেসি। ৩০ লক্ষ জীবন আর আমাদের অসংখ্য মা বোন দের আত্মত্যাগ এর বিনিময় এ অর্জিত স্বাধীনতা ও ভোগ করসি। বিশ্ব দরবারে আমরা আজ বীরের জাতি ভাবতে ভালই লাগে। ভাল লাগে এই সোঁদা মাটির গন্ধ । কি অপরূপ সৃষ্টি মহান বিধাতার! বীজ পুঁতলেই গাছের চারা বের হয় । মিঠা পানির মাঝে মাছের অবাধ বিচরন।কক্সবাজার,বান্দরবান, সেন্ট মারটিন, কুয়াকাটা, রাঙ্গামাটি, টেকনাফ, আর ও কত লিলা ভুমি এই সোনার দেশে। পৃথিবীর কোন দেশে কি আছে এমন লিলা ভুমি ? সাজানো গোছান এই দেশ। আমার বাংলাদেশ। শুধু একটি যোগ্য নেতৃত্বের বড় অভাবে আমরা পড়ে আছি আঁধারে। একটি যোগ্য নেতা কিভাবে একটি দেশকে অতল গভীর থেকে একেবারে চিলেকোঠায় নিয়ে জেতে পারে তার জন্য একটু চোখ বুলান দরকার মালয়শিয়া নামক দেশটিতে। আমা দের স্বাধীনতার পরও ঐ দেশটিতে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় ছিলনা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অনেক স্টুডেন্ট পড়তে আসত। পানির প্রকট সমস্যা ছিল শিল্প কারখানা বলতে কিছুই ছিলনা। মাথা পিছু আয় ছিল মাত্র 4000 টাকা ।আজ তারা কোথায় ? জগত খ্যাত টুইন টাওয়ার, বিশ্ব খ্যাত সনি, সুজুকি , পাযেরু, এডিডাস , তোশিবা, পাম বাগান সবই আসে।

(চ্লবে)