শেয়ার বাজার ধস এবং আবার ও হার্ট অ্যাটাক!

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 15 June 2018, 05:11 PM
Updated : 25 May 2011, 10:53 AM

এই মুহূর্তে যখন আমি লিখছি মনের ভিতর একটা চাপা যন্ত্রণা আমাকে তাড়া করসে। জামিল ভাই সুস্থ হবে তো ? না,না, কার বিপদের খবর দিতে বা নিতে আর দশ জনের মত আমার ও খুব যন্ত্রণা হয়। জামিল ভাই খুব ভাল মানুষ। আমরা একসাথে ট্রেড করি।আজ সকালে প্রায় ১ মাস পর শেয়ার হাউসে গেলাম। জামিল ভাই ম্যাকই একটা হাসি দিয়ে বল্ল কেমন আসিস ছোটভাই? আমি জানি জামিল ভাই এর এই হাসিটা বড় কষ্টের। অনেক যন্ত্রণা তার মনে।নিজের সহায় সম্বল সব কিছু দিয়ে ,ব্যাংক লোন, বোনের টাকা নিয়ে শেয়ার বাজার এ বিনিয়োগ করেছে। পুজি বলতে তার ১০ বছরের দুবাই থেকে অতি কষ্টে আয় করা ১২ লাখ টাকা আর ধার করা ৮ লাখ জা কিনা সবই শেয়ার বাজারে ইনভেস্ট করা। ট্রেড সুরু হল। আম রা চা খাচ্ছি । আর তাকিয়ে তাকিয়ে দেখছি ইনডেক্স এর পতন। পোর্ট ফলিও হাতে নিয়ে দেখলাম ক্যাপিটাল প্রায় ৭০% নেই। চোখের সামনে দিয়ে প্রতিদিন ক্যাপিটাল লস বুকের মাঝে কামড় মারে, চাতক পাখির মত তাকিয়ে আছি প্রজেক্টর স্ক্রিনের দিকে,। বেলা ২ টার একটু পরে হঠাৎ জশিম (আমাদের হাউস এর টি বয় )বল্ল জামিল ভাই কেমন করসে। তাড়াতাড়ি যেয়ে দেখি জামিল ভাই অজ্ঞান হয়ে গ্যাসে। কিছুক্ষণ আগে ও কথা বললাম লোক টার সাথে। সবাই মিলে ধরা ধরি করে নিয়ে গেলাম হাসপাতালে।ই ছি জি করে দেখা গেল মাইল্ড স্ট্রোক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তেমন সমস্যা নয়, প্রেসার ঠিক আসে। হাইপার টেনশন। ঘুমের ওষুধ দিয়ে বেচারি কে ঘুমিয়ে রাখা হয়েছে। আজ DSE INDEX নেমেছে -১৫৪ পয়েন্ট। মোট জেনারেল ইনডেক্স এখন ৫২৯০। তার মানে december to february পর্যন্ত জারা শেয়ার কিনেছিলেন তাদের টাকা প্রায় সব ই শেষ। আর সেই হিসাবে জামিল ভাই এর ২০ লাখ টাকা এখন ৪ লাখ হয়ে গেসে! জামিল ভাই কি করবো তোমার জন্য? তুমিই বলে দাও।জামিল ভাই জানি তোমার কষ্ট কেউ বুঝবে না। শুধু বুঝবে ৩৩ লাখ বিনিয়োগকারী। যারা তোমার পথের পথিক। জামিল ভাই তোমার কান্না সরকারের নীতিনির্ধারক এর কানে পৌঁছাবে না। জামিল ভাই তুমি সুস্থ হও । তোমাকে ভাল হতে ই হবে। অন্তত আগামী জাতিও নির্বাচন পর্যন্ত ।