একজন মাহাথির মহাম্মাদ এর অপেক্ষা ! (পর্ব ২)

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 25 May 2011, 03:51 PM
Updated : 25 May 2011, 03:51 PM

মালায়েশিয়ায় কি মিরাকল ঘটাল বা কি বা আলাদীন এর যাদুর প্রদীপ পেল জে একটা আতি সাধারন দরিদ্র দেশ থেকে তারা বিশ্বায়ন ঘটিয়ে দিল? very very big industrial country তে পরিনত হয়ে গেল দেশটি ! গোটা জাতি কি change করে দিল পুরা দেশটাকে ? না একটা জাতি চাইলেই পারেনা একটা দেশকে পরিবর্তন করতে। তার জন্য দরকার সৎ ও যোগ্যৃ নেত্রিত্ব। কে সেই নেতা? সবাই জানি "দাতু মাহাথির মহাম্মাদ"। যদিও আমদের দেশের অনেক আবেগি নেতা বলেন "তারেক রহমান মোদের মাহাতির" যারা বলে তাদের হিসাব অতটুকু যেইটুকু তারা বলে। এই নিয়ে কথা না বাড়ানই ভাল। যাই হোক বলছিলাম মাহাথির প্রসঙ্গে।

আমার শিরোনাম এক জন মাহাতির এর অপেক্ষা। আমি চাইতে পারি এই রকম একজন নেতা। বঙ্গবন্ধু স্বাধীনতার সপ্ন দ্রষ্টা। তিনি দেশ পরিচালনা করতে পারেননি খুব বেশি সময়। জেনারেল জিয়াউর রহমান সে ও পারেনি খুব বেশি সময় দেশ পরিচালনা করতে। কাজেই তাদের আলোচনার উর্ধে রাখা ভাল। কিন্তু সামরিক আর এক শাসক লেঃ জেঃ এরশাদ তিনি ছিলেন অনেক সময় । "তার সময় অনেক ভাল ছিল " অনেকে আজ দুই নেত্রীর উপর নাখোশ হয়ে এইসব কথা বলতে শুনি। যদিও তার গন্ধ সামরিক শাসক। গণতন্ত্রের ধোঁয়া তুলে আজ অনেকে এরশাদকে তুলাধুনা করতে ভুল করেনা। আবার তারাই জিয়ার বন্দনা করে! সামরিক শাসন পাপ হলে জিয়া পাপি, এরশাদ পাপি, মুশতাক পাপি। তাহলে এবার আসি আমাদের দেশের গণতন্ত্রে। বহু দলীও গণতন্ত্রে অগাধ ভক্তি করে বি এন পি । তাদের কেন্দ্রীয় কমিটি গঠন হয় সিলেকশন পদ্ধতির মাধ্যমে। গণতন্ত্রে ভক্তি আর এক দল আওয়ামীলীগ।তারা ও জিয়ার শাসনকে গনতন্ত্র হত্যাকারি হিসেবে শাসক জিয়ার গোষ্ঠী উদ্ধার করে।

(চলবে)