ব্লগের ইতিহাসে আজ অন্য রকম একটা দিন পার করলাম আমরা সবাই

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 5 June 2011, 03:43 PM
Updated : 5 June 2011, 03:43 PM

আমরা যারা প্রতিদিন ব্লগ পড়ি, লিখি, কিংবা লিখি না, আমরা সবাই আজ অন্ন রকম একটা দিন পার করলাম সত্যি ভীষণ ভাল লাগছে। " লাইভ ব্লগিং, আজকের হরতাল যেই ভাবে দেখছি" নতুন একটা কনসেপ্ট, নুতন একটা ধারনা যা আমরা সারাদিন পড়লাম, শেয়ার করলাম, লাইভ মতামত দিলাম। অনেকে কনসেপ্টটা ঠিক মত বুঝতে না পেরে গতানুগতিক মতামত দিয়েছেন। যাই হোক শুরুটি বেশ ভালই হলো বলে আমার বিশ্বাস। আর সেই আপুমণি (বিডিনিউজ এর) যার সাথে কথা হয়েছিল আজ সকালে,কিন্তু ভুল করে নামটা জানা হইনি, এক মুঠো ভালবাসা ছড়িয়ে দিলাম সেই আপুমণির উদ্দেশে। লাইভ এ সারাদিন যারা লিখলাম, পড়লাম, বা এখন ও পড়বো বা লিখবো সবাইকে আমার শুভেচ্ছা। যারা শুধু পড়েছেন কিন্তু লিখেননি, তারা লিখুন। হোক সেটা হরতালের পক্ষে বা বিপক্ষে। সারাদিন যা প্রত্যক্ষ করেছেন, হরতাল এর মাঝে পড়ে একটা অন্য রকম এক অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন লিখুন। এখন পর্যন্ত যতগুলো মতামত পেয়েছি, প্রায় সবাই আমার সাথে একমত হয়েছেন "হরতাল" আর আমরা কেউ চাইনা। যদি আপনি চান তবে মতামতে লিখে ফেলুন! বাকস্বাধীনতার অধিকার, লেখার অধিকারে বিডিনিউজ২৪ কারো সাথে মুখোমুখি অবস্থানে অবস্থান করবে না।

তাই লিখুন। এক্ষুণিই…!