৭১’এর এক নরপশুর গল্প!

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 9 June 2011, 04:03 AM
Updated : 9 June 2011, 04:03 AM

এই জানোয়ার ৩০ সেপ্টেম্বর '৭১ এ ইসলামী ছাত্রসংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) বার্ষিক সম্মেলনে যোগদানের নামে পাকিস্তানে গিয়ে গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের সহি তালিম নিয়ে আসে। পাকিস্তানী হানাদারদের পদলেহী এ শয়তান '৭১ এর ১১ ডিসেম্বর চট্টগ্রাম জামাত আহূত 'হিন্দুস্তান খতম কর' দিবসের প্রতি সমর্থন জানিয়ে দৈনিক আজাদীতে প্রদত্ত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল আখ্যায়িত করে তাদের খতম করার মাধ্যমে পাকিস্তান রক্ষার আহবান জানায়।

কুখ্যাত এই যুদ্ধাপরাধী, শয়তান, দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর জামাতের আমীর ছিল।

এই রকম হাজার হাজার রাজাকার আজ ও আমাদের চার পাশে ঘুর ঘুর করে, সবার বিচার করতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে এই নর পশুদের!