অনেক দিন পর আপনার দেখা পেলাম। মানে লিখলেন। না অশ্লীল না। হিন্দু ধর্মে প্রেম মনে হয় বাধা। একজন পাল অন্যজন কুণ্ডু।ব্যাস কোন পরিবার মেনে নিলনা। সাতপাকে বেঁধে যেই বিয়ে হল ওদের, সেইটি আবার সর্গে চলে গেল। সর্গ হতে আসে প্রেম, সর্গে যায় চলে!
এটাকি কোন সমাধান ? আত্মহত্যা করে কি তাদের জীবনকে তারা উপভোগ করতে পারল ?
এটা না করে বরং তারা অন্য কোথাও বা দুরে কোথাও চলে গিয়ে তাদের সংগ্রামী জীবন শুরু করতে পারত। আবেগ দিয়ে জীবন গড়া যায়না, অনেক ঘটনার জন্ম দেয়া যায়।
ঘটনাটি দুঃখ জনক। তার পরিবার এখন কি করবে?
ছেলে বা মেয়ে নিয়েতো সব বাহদুরী শেষ। তাই অভিভাবকদের তথাকথিক কু-সংস্কার ও অযাচিত আভিভাবকগীরি থেকে বের হয়ে আসতে হবে।
ব্লগ সঞ্চালক,
লেখক বলেছেন
“জীবনে বেঁচে থাকাই বড়, প্রেমের জন্য জীবন দেয়া, এগুলা ফালতু আবেগ”।
এটা তো আমার কমেন্ট নয়। এই লেখক মানে আমাকে বুঝানো হয়েছে।
এটা আমার নয়। এখানে আমাকে ছোট করার জন্ন এই লেখা। তাই এই লেখক এর কমেন্ট বাতিল করা হোক
ছবিটা মনের ভেতর অনেকদিন গেঁথে থাকবে। ব্যক্তিগতভাবে আমার কৈশোরের একটি ঘটনা মনে পড়ে যায়।
এক দুপুরবেলায় আমরা কয়েক বন্ধু মিলে চোর পুলিশ খেলছিলাম। তো খেলতে খেলতে আমি পাশের বাড়ির পাঁচিলে উঠলে আমার চোখ যায় এক ভয়ঙ্কর দৃশ্যের দিকে।বাড়ির জানালা দিয়ে দেখি সিলিংফ্যানে ঝুলছে এক মেয়ের লাশ।ভয়ে দৌড়ে গিয়ে বন্ধুদের খবর দেই।এরপর মুরুব্বিরা এসে পুলিশ ডেকে লাশটা নামায়।
কাজটা পাষন্ড স্বামীর।এ রকম একটি দৃশ্য সে বয়সে খুব দাগ ফেলেছিল।
কিন্তু এ ছবিটা তার চেয়েও ভয়ঙ্কর।ওটা ছিল খুন আর এটা আত্মহত্যা।ওখানে দেখেছিলাম একটা লাশ আর এখানে দুই দুইটা লাশ একসাথে।
আত্মহত্যার ঘটনাগুলো আসলেই করুণ।
ভালোবাসা এই রকম একটা বিষয় যা মানুষ কে পাহাড় পরিমাণ ভারি জিনিস তুলতে সাহায্য করে আবার মৃত্যুর বিষ পান করতেও সাহায্য করে। তবে যারা মৃত্যুর বিষ মালা গলায় তুলেন তারা আর জাই হোক আসল প্রেমিক না। মৃত্যুই যদি সকল সমস্যার সমাধান হত তাহলে সবাই মৃত্যুর পথযাত্রী হত। তারই আসল প্রেমিক যারা সকল বাধা কে পাড় করে সমনের দিকে এগিয়ে যায়। যারা আত্মহত্যা করে তাদের নিজের শক্তি বলে কিছু থাকে না।
আত্মহত্যা করে নিজেদের প্রেমকে মহান করা যায় না। এমন কাপুরুষ
ও কামহিলার কাহিনি ব্লগ এ না দেয়াই ভালো।তাদের প্রতি সহানুভূতি না দেখালেই পরবর্তী জেনারেশন এ ধরনের ঘ্রিন্নিত কাজ থেকে দূরে থাকবে।
প্রথমে এদের পবিত্র প্রেমকে আমি সন্মান জানাতে চাই… কিন্ত আমি প্রেমে এমন আত্মহুতি দিয়াকে, তাদের হেরে যাওয়া মনে করি…প্রেমের সক্তি অপরিসীম, সামাজিক প্রতিকুলতার সাথে লড়াই করার যথেষ্ট ক্ষমতা এর আছে… তাই সবাইকে বলব এমন করে কেও যেন নিজের প্রেম কে অপমানিত না করে, প্রেম এমন করা উচিত যার সামনে সবাই যেন মাথা নত করে .
সত্যি যদি প্রেম থাকে ? যদি মিলন না হয়ে ?এক জন কে অন্ন কারো সাথে যেতে হয় ?
তাহলে আমার মতে / দুই জন মিলে একসাথে মরে জায়াই ঠিক // না হলে সাড়া জীবন দুই জন
কষ্ট পায় // তুষার শর্মা / শিলিগুড়ি /ইন্ডিয়া // +৯১৯৪৩৪৮৭৪৯৪৫
আইরিন সুলতানা বলেছেনঃ
আমি প্রথমে ভেবেছিলাম, মন্তব্য করবো, এমন একটি আপত্তিকর ছবি ব্লগারই বা কিভাবে ব্লগে দেন এবং ব্লগ টিমই বা কিভাবে তা প্রকাশ করে!
কিন্তু তারপরই বুঝলাম, এটি একটি মর্মান্তিক ছবি!
বিষয়টা দু:খজনক। যদিও পুরো ঘটনাটা ছবির সাথে থাকা ক্যাপশন থেকে স্পষ্ট হচ্ছে না।
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
অনেক দিন পর আপনার দেখা পেলাম। মানে লিখলেন। না অশ্লীল না। হিন্দু ধর্মে প্রেম মনে হয় বাধা। একজন পাল অন্যজন কুণ্ডু।ব্যাস কোন পরিবার মেনে নিলনা। সাতপাকে বেঁধে যেই বিয়ে হল ওদের, সেইটি আবার সর্গে চলে গেল। সর্গ হতে আসে প্রেম, সর্গে যায় চলে!
চন্দন বলেছেনঃ
মর্মান্তিক 😕
Shohag বলেছেনঃ
প্রেম আসলে জাত ধর্ম বর্ন কিছুই মানেনা তারা ও মানতে পারেনি তাদের পথে ভালবাসার বাধা। আসলেই মর্মান্তিক। এমন হওয়া উচিত নয়।
নাহুয়াল মিথ বলেছেনঃ
প্রেম স্বর্গ হতে আসে স্বর্গে ফিরে যায়
পৃথিবীর সামাজিক মানুষ তা ধারণ করে; আবার কখনো করে না
আমিন আহম্মদ বলেছেনঃ
এটাকি কোন সমাধান ? আত্মহত্যা করে কি তাদের জীবনকে তারা উপভোগ করতে পারল ?
এটা না করে বরং তারা অন্য কোথাও বা দুরে কোথাও চলে গিয়ে তাদের সংগ্রামী জীবন শুরু করতে পারত। আবেগ দিয়ে জীবন গড়া যায়না, অনেক ঘটনার জন্ম দেয়া যায়।
ঘটনাটি দুঃখ জনক। তার পরিবার এখন কি করবে?
ছেলে বা মেয়ে নিয়েতো সব বাহদুরী শেষ। তাই অভিভাবকদের তথাকথিক কু-সংস্কার ও অযাচিত আভিভাবকগীরি থেকে বের হয়ে আসতে হবে।
কবরের আত্মা বলেছেনঃ
আত্মহত্যা কোনও সমাধান নয়।
আকাশের তারাগুলি বলেছেনঃ
এটা ঠিক নয়, এভাবে চলে যাওয়া ঠিক নয়। এটা সমাজের গালে চপেটাঘাতের সামিল।
ম, সাহিদ বলেছেনঃ
এই প্রেমে বাধা দানকারি অভিযুক্ত সমাজ আর মানুষগুলির ধ্যান ধারনা পরিবর্তন একান্ত প্রয়োজন।
লেখক বলেছেনঃ
জীবনে বেঁচে থাকাই বড়, প্রেমের জন্য জীবন দেয়া, এগুলা ফালতু আবেগ।
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
ব্লগ সঞ্চালক,
লেখক বলেছেন
“জীবনে বেঁচে থাকাই বড়, প্রেমের জন্য জীবন দেয়া, এগুলা ফালতু আবেগ”।
এটা তো আমার কমেন্ট নয়। এই লেখক মানে আমাকে বুঝানো হয়েছে।
এটা আমার নয়। এখানে আমাকে ছোট করার জন্ন এই লেখা। তাই এই লেখক এর কমেন্ট বাতিল করা হোক
পিহায়দার বলেছেনঃ
ছবিটা মনের ভেতর অনেকদিন গেঁথে থাকবে। ব্যক্তিগতভাবে আমার কৈশোরের একটি ঘটনা মনে পড়ে যায়।
এক দুপুরবেলায় আমরা কয়েক বন্ধু মিলে চোর পুলিশ খেলছিলাম। তো খেলতে খেলতে আমি পাশের বাড়ির পাঁচিলে উঠলে আমার চোখ যায় এক ভয়ঙ্কর দৃশ্যের দিকে।বাড়ির জানালা দিয়ে দেখি সিলিংফ্যানে ঝুলছে এক মেয়ের লাশ।ভয়ে দৌড়ে গিয়ে বন্ধুদের খবর দেই।এরপর মুরুব্বিরা এসে পুলিশ ডেকে লাশটা নামায়।
কাজটা পাষন্ড স্বামীর।এ রকম একটি দৃশ্য সে বয়সে খুব দাগ ফেলেছিল।
কিন্তু এ ছবিটা তার চেয়েও ভয়ঙ্কর।ওটা ছিল খুন আর এটা আত্মহত্যা।ওখানে দেখেছিলাম একটা লাশ আর এখানে দুই দুইটা লাশ একসাথে।
আত্মহত্যার ঘটনাগুলো আসলেই করুণ।
হারুন বলেছেনঃ
যারা আত্মহত্যা করে তারা জীবনের মর্ম উপলব্ধি করতে পারেনি।
ইকবাল হোসেন মজনু বলেছেনঃ
মর্মান্তিক————–মর্মান্তিক
তাজুল ইসলাম বলেছেনঃ
ব্যাপারটা খুবই মর্মান্তিক!
sourcing information
PINK বলেছেনঃ
Nijeder upor Vorosha Nai….
লেখক বলেছেনঃ
“মোসাদ্দিক উজ্জ্বল” আপনাকে ছোট করার জন্য আমি লিখেছিলাম। যাক বেপারটা তাহলে বুঝতে পেরেছেন।
ALIM বলেছেনঃ
অভিভাবকদের তথাকথিক কু-সংস্কার ও অযাচিত আভিভাবকগীরি থেকে বের হয়ে আসতে হবে।
rimon বলেছেনঃ
vary sad.
Nerob Jontrona...UAE বলেছেনঃ
Hell is better palace for both of them..
Rubbish prem kahani..
tahasin বলেছেনঃ
সমাজের সনাতন চিন্তাধারা পরিবর্তন করা উচিত…………..
Md Rafiqul Islam বলেছেনঃ
ভালোবাসা এই রকম একটা বিষয় যা মানুষ কে পাহাড় পরিমাণ ভারি জিনিস তুলতে সাহায্য করে আবার মৃত্যুর বিষ পান করতেও সাহায্য করে। তবে যারা মৃত্যুর বিষ মালা গলায় তুলেন তারা আর জাই হোক আসল প্রেমিক না। মৃত্যুই যদি সকল সমস্যার সমাধান হত তাহলে সবাই মৃত্যুর পথযাত্রী হত। তারই আসল প্রেমিক যারা সকল বাধা কে পাড় করে সমনের দিকে এগিয়ে যায়। যারা আত্মহত্যা করে তাদের নিজের শক্তি বলে কিছু থাকে না।
বাংলা বলেছেনঃ
আত্মহত্যা জীবনের বিকৃত মুক্তি
আর কতদিন চাপিয়ে দেওয়া বৈষম্যের কারণে বেড়ে যাবে বিকৃত মুক্তি নেওয়া অবোধ মানুষের তালিকা
shohel বলেছেনঃ
ভেরী badd
ফরহাদ ফয়সল বলেছেনঃ
আত্মহত্যা করে নিজেদের প্রেমকে মহান করা যায় না। এমন কাপুরুষ
ও কামহিলার কাহিনি ব্লগ এ না দেয়াই ভালো।তাদের প্রতি সহানুভূতি না দেখালেই পরবর্তী জেনারেশন এ ধরনের ঘ্রিন্নিত কাজ থেকে দূরে থাকবে।
শেখর সরকার বলেছেনঃ
আত্মহত্যা ঘ্রিন্নিত কাজ.আমরা সবাই সমস্যা গুলা সমাধান করি।
মনিরামপুর,যশোর
debashis বলেছেনঃ
প্রথমে এদের পবিত্র প্রেমকে আমি সন্মান জানাতে চাই… কিন্ত আমি প্রেমে এমন আত্মহুতি দিয়াকে, তাদের হেরে যাওয়া মনে করি…প্রেমের সক্তি অপরিসীম, সামাজিক প্রতিকুলতার সাথে লড়াই করার যথেষ্ট ক্ষমতা এর আছে… তাই সবাইকে বলব এমন করে কেও যেন নিজের প্রেম কে অপমানিত না করে, প্রেম এমন করা উচিত যার সামনে সবাই যেন মাথা নত করে .
malangidipankar বলেছেনঃ
আত্মহত্যা করে নিজেদের প্রেমকে মহান করা যায় না
malangidipankar বলেছেনঃ
আত্মহত্যা করে নিজেদের প্রেমকে মহান করা যায় না ; দীপঙ্কর মালঙ্গী . মোংলা,বাগেরহাট
TUSHAR SHARMA বলেছেনঃ
সত্যি যদি প্রেম থাকে ? যদি মিলন না হয়ে ?এক জন কে অন্ন কারো সাথে যেতে হয় ?
তাহলে আমার মতে / দুই জন মিলে একসাথে মরে জায়াই ঠিক // না হলে সাড়া জীবন দুই জন
কষ্ট পায় // তুষার শর্মা / শিলিগুড়ি /ইন্ডিয়া // +৯১৯৪৩৪৮৭৪৯৪৫