বাংলাদেশ বিশ্বের ২৫তম ব্যার্থ দেশ!

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 22 June 2011, 07:49 AM
Updated : 22 June 2011, 07:49 AM

বিশ্ব বিখ্যাত "ফরেন পলিসি ম্যাগাজিন" ব্যার্থ রাষ্ট্র নির্বাচন এর জন্য এক জরিপ চালিয়ে ৬০টি রাষ্ট্র নির্বাচন করেছেন। এই ৬০ টি ব্যার্থ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫ নম্বরে! রিপোর্টে বলা হয়েছে দেশটির প্রতি ৫ জনের ২ জন দরিদ্র সিমার নিচে বসবাস করছে। সমুদ্র উচ্চতা আর ১ মিটার বাড়লে দেশের ১৭ শতাংশ এলাকা ডুবে যাবে! মূলত এই দুইটি প্রধান কারন এর জন্য বাংলাদেশকে ২৫ নম্বর অবস্থানে অবস্থান করতে হয়েছে।

রিপোর্টে পাকিস্তান এর অবস্থান ১২। পাকিস্তান এর ব্যাপারে বলা হয়েছে দীর্ঘ দিন ধরে সব চেয়ে বিপদ জনক দেশ হিসাবে দেশটি পরিচিত। তবে বিপদটি পশ্চিমা দের জন্য নয়। ঐ দেশের লোকজনের জন্যই দেশ টি বিপদ জনক হয়ে যাচ্ছে দেশটি। রিপোর্টে আরও বলা হয় দক্ষিন এশিয়ার মধ্যে সবচাইতে দরিদ্র তম দেশ হচ্ছে নেপাল। ঐ দেশের মাওয়াবাদিরা ক্রমে অসহিষ্ণু হয়ে পড়ছে। যুদ্ধের জন্য অনেকে আবার জঙ্গল মুখি হচ্ছে।

প্রথম ১০ টি দেশের মধ্যে আফ্রিকার আধিপত্তই বেশী। প্রথমে আছে সোমালিয়া। তার পর যথাক্রমে সাদ, সুদান, কঙ্গো, হাইতি,জিম্বাবুয়ে, আফগানিস্তান ও ইরাক।

***
খবর সুত্রঃদৈনিক আমাদের সময়