ক্লোজ আপ ওয়ান তারকা আবিদ আর নেই!

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 29 July 2011, 03:41 PM
Updated : 29 July 2011, 03:41 PM

এ দুটি চোখ থেকে শ্রাবন ধারা
কতটা কষ্টে ঝরে জানিনা।
কতটা দুঃখ পেলে সব হারিয়ে
ভালবাসা হয়ে যায় অচেনা!

আবিদ, এটা তুই কি করলি? আবিদ! তুই কি করলি এটা? আবিদ, কথা বল? আবিদ, তুই কি আর গাইবি না? আবিদ, আমি মোসাদ্দিক উজ্জ্বল বলছি। তোর দাদা। মনে পড়ে আবিদ। আবিদ তুই আর খুলনাতে আসবি না? আবিদ কথা বলবি না? সাত রাস্তার মোড়ে আড্ডা জমাবি না? আবিদ, কি হোল কথা বল?

আবিদ তুই আর কথা বলবি না। আজ কক্স বাজারে দুপুরে গোসল করতে গিয়ে তুই ঢেউ এর তালে তালে এক সময় হারিয়ে গেলি। পরে তোকে কোস্ট গার্ড উদ্ধার করলো। কিন্তু ততক্ষণে তুই আর নেই। আবিদ- আবিদ- কোথায় আমার আবিদ?

http://www.youtube.com/watch?v=CkFNo21KFG0

২০০৫ সালে অনুষ্ঠিত প্রথমবারের মতো ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় তুই সপ্তম স্থান অধিকার করেছিলি। রবীন্দ্র সঙ্গীত এর এ্যালবাম বের করেছিলি গতবার। এবার ঈদে সাত সমুদ্র পাড়
শিরোনামে একটি আধুনিক গানের এ্যালবাম বের হবার কথা। আমি ২ টি লিরিক দিয়েছিলাম তোকে। আবিদ আমার লিরিক কই? আবিদ- কথা বল।

http://www.youtube.com/watch?v=OupXM3yP_fc

না আবিদ। তুই আর কথা বলবি না। আবিদ, ২৯শে জুলাই শুক্রবারই তুই চলে গেলি?

আবিদ………………………!


ব্রেকিং নিউজঃ রাত- ১০-২২

[ এই মাত্র আমার আর এক ক্লোজ আপ তারকা বন্ধু পুলক আমাকে জানালো, আবিদ এই মুহূর্তে কক্স বাজারে। রাতে ঢাকায় নিয়ে আসা হবে। এবং কাল সকালে খুলনায় নিয়ে যাওয়া হবে। অবসকিওর ব্যান্ডের ভোকালিস্ট আমাদের খুলনার আর এক বড় ভাই সিঙ্গার টিপু ভাই এর সাথে কথা বলে যানতে পারলাম, আবিদ কে প্রথমে ঢাকায় আনা হবে। তবে এন টি ভি ভবনে ও আনা হতে পারে। কাল খুলনায় ওদের নিজের পারিবারিক কবর স্থানে ওকে দাফন করা হবে। ]