
আজ সকালে ব্লগে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। বিডি ব্লগ আন-এভাইলাবেল! মাথা ঘুরপাক খাচ্ছে। কি হোল? হ্যাকার মামারা কি হ্যাক করলো? চেষ্টা করেই যাচ্ছি তো যাচ্ছি। না ঢোকা গেলনা। সন্দেহ বেড়ে গেল। কারিগরি সমস্যা না অন্যকিছু? কথা বললাম আমিন ভাই, আকাশের তারা, মুশফিক ভাইদের সাথে। অনেকেই বিষয় টি জানতেন না। পরে ব্লগ টিমের মাধ্যমে জানা গেল কারিগরি সমস্যা। হাঁপ ছেড়ে বাচা। শেষ পর্যন্ত আমাদের বি ডি ব্লগ ফিরে এলো আমাদের মাঝে। কিছুক্ষণ আগে লগ ইন হতে পেরেছি। ধন্যবাদ ব্লগ টিমের আইটি মেম্বারদের। যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ব্লগ আমাদের মাঝে ফিরে এলো অল্প সময়ের মাঝেই।
দীর্ঘজীবী হোক আমাদের বিডি ব্লগ! বিডি ব্লগ বেঁচে থাক যুগ যুগ ধরে।
কৌশিক ভাই আর আইরিন আপু ক্ষমা চাচ্ছি। আপনাদের বার বার বিরক্ত করার জন্য।
আইরিন সুলতানা বলেছেনঃ
ভীষণ বিরক্ত হয়ে মন্তব্য দিচ্ছি 😀 🙂 😎
রণদীপম বসু বলেছেনঃ
ওহ্, তাইলে এই কথা !!
আমিও অফিসে একবার টোকা দিয়েছিলাম প্রাক-মধ্যাহ্নে। একটা লালচোখা সাবধান বাণীতে ভড়কে গিয়েছিলাম ! এখন বাসায় এসে দেখি সব ঠিক !!
কিন্তু আইরিন সুলতানা বিরক্ত কার ওপর, সেটা তো বললেন না !! হা হা হা !!
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
দাদা
আইরিন সুলতানার যত রাগ আমার উপর। 😯 😯 😯 😯 😯
শনিবারের চিঠি বলেছেনঃ
বটে….কাহিনি তাহলে এই রকম….??
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
হুম! 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 😛 😛 😛 😛
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
জি ভাই
ইহাই সত্য কাহানি!!!!!!!!!!!!!!!
আকাশের তারাগুলি বলেছেনঃ
আমি বিডি নিয়া জডিল প্রবলেম এ ছিলাম। আইরিন এর টোটকা তে এক্ষন ঠিক হইসে ।
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
হুম মাহবুব ভাই
ব্যাপার বুঝিলুম!