জগজিৎ সিং আর নেই!

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 10 Oct 2011, 05:30 AM
Updated : 10 Oct 2011, 05:30 AM

এই কষ্ট রাখবো কোথায়? উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী জগজিৎ সিং আর নেই! আজ সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লক্ষ কোটি ভক্তকে কাঁদিয়া না ফেরার দেশে চলে গেলেন আমাদের জগজিৎ সিং! কে শুনাবে আমাদের কষ্টের মুহূর্তে সেই বুক ভরা আর্তনাদে ভরা সেই সব গানগুলি!

২৩ সেপ্টেম্বর শুক্রবার তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। জগজিৎ সিংয়ের রক্তের ঘনত্ব কমে যাওয়ায় আগে থেকেই হৃদপিণ্ডে সমস্যা ছিল। এ কারণেই তার মস্তিষ্কে সমস্যা হয়েছিল। কিন্ত্য শেষ পর্যন্ত তিনি আর হাসপাতালের বেড থেকে উঠে দাড়াতে পারেনি। চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েও বাঁচাতে পারেনি।

http://www.youtube.com/watch?v=sZ2CQOKI7B4&feature=related

৭০ বছর বয়সী এই সুর ও সঙ্গীত স্রষ্টা আজীবন ছিলেন একজন দুখি মানুষ! তিনি কেবল কাদতে জানতেন। তার গান ভালবাসেনা এমন ব্যক্তি বিরল। সঙ্গীতকে যারা লালন করেন তাদের কাছে জগজিৎ একটি নক্ষত্রের নাম। মিষ্ট ভাষী এবং একাধিক দেশি ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত এই মহান সঙ্গীত শিল্পীর এই মহাপ্রয়ানে আমরা শোকাহত। তামাম সঙ্গীত ভুবনে চলছে এখন শোকের মাতম।
জগজিৎ- আর কোন দিন ফিরে আসবেনা।

ভাবতেই বুকটা ভেঙ্গে যাচ্ছে!
এই মৃত্যু মেনে নেওয়া বড় কষ্টের, অনেক কষ্টের।