নীলক্ষেত-নিউমার্কেট সড়ককে ভিআইপি করায় ছাত্রীদের বিক্ষোভ

হানী
Published : 22 March 2011, 09:49 AM
Updated : 22 March 2011, 09:49 AM

গতকাল থেকে রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেট সড়ককে ভিআইপি সড়ক বলে ঘোষণা দেয়া হয় । এর ফলে সেখানে রিক্সা চলাচল বন্ধ হয়ে যায় ।

উল্লেখ্য, নিউমার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল,বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল , শাহনেওয়াজ হল এবং সমাজ কল্যাণ ইন্সটিটিউট রয়েছে । তাদের ক্যাম্পাসে আসা-যাওয়ার মাধ্যম হিসেবে বিশ্ববিদ্যালয়ের গাড়ি থাকলেও বেশির ভাগ সময়ই রিক্সায় চলাফেরা করতে হয় । হলের মেয়েরা রাতে এ ঘোষণার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ।

এক পর্যায়ে তারা প্রভোস্টের বাসভবন ঘেরাও করে । পরে প্রভোস্টসহ ভিসি তাদের এ দাবি উত্থাপন করে বাস্তবায়নের আশ্বাস দেন ।