যে কথা কেউ বলে না…

জিয়াউদ্দিন হাওলাদার
Published : 17 May 2012, 03:33 PM
Updated : 17 May 2012, 03:33 PM

আমাদের মধ্যে কেউ সরকার পক্ষে ….কেউ বিরোধী দলীয়| কেউ বলছি এ সরকার চাইনা….. কেউ বা ভিন্ন|ভাইয়েরা…. একটু ভেবে দেখেছেন কি? রাজা যায়……. রাজা আসে|গল্প তো সেই একই|
কেবল প্লট বদল মাত্র| জানিনা একমত হতে পারবেন কিনা……..। আমার কাছে কেবলই মনে হয় দল কিংবা নেতা বদলালেই সমাধান আসবেনা|বদলাতে হবে সিস্টেম |তারো আগে বদলাতে হবে আমাদের নিজেদের চিন্তা চেতনাকে|হুজুগে মাতাল আর আবেগীয় ঠুনকো দলবাজির বৃত্ত থেকে বের হতে হবে সবার আগে|আমরা যতদিন আমাদেরকে কারেকশন করতে না পারবো ততদিনে এ অবস্থা থেকে মুক্তি নাই|তবে আমি আশাবাদী একসাগর রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা আনতে পারে তারা একদিন এ বৃত্ত ভাঙ্গবেই|নেতা আসবেই|আমি তার পদধ্বনি শুনতে পাচ্ছি যে……………..।
রাত্রি শেষের গভীর থেকে আমি যে শুনতে পাচ্ছি……….জাগো বাহে… কুনঠে সবাই|