একদিন আমিও…

জিয়াউদ্দিন হাওলাদার
Published : 18 May 2012, 07:04 PM
Updated : 18 May 2012, 07:04 PM

একদিন আমিও আপনাদের অনেকেরই মত তীব্র আবেগ আর দরদ নিয়ে…………..। রাজনীতিকে ভালোবাসতাম|বিশ্বাস করতাম রাজনীতি পারবে একটি অনিন্দ্য আগামী নির্মাণ করতে|
বুকের হাপরে সুবাতাস ভরে ভাবতাম দেবতুল্য এই চরিত্র গুলোই আমদের স্বপ্নীল আগামীর নির্মাতা| কত স্বপ্ন দেখতাম এক সময়……………. আমার এদেশ হবে সব মানুষের.. কৈশোরের সেই রঙ্গীন দিনগুলো পিছনে ফেলে বাস্তবতার রুক্ষ জমিনে নেমে দেখলাম আমার স্বপ্ন আর বাস্তবতায় যোজন যোজন ব্যবধান| দল বদলালো….. দল এলো ; বদলালো না কেবল দৃশ্যপট|

ইতিহাস নিয়ে সংকীর্ণ দলবাজি ; নাম পরিবর্তনের কদর্য খেলা ; নোংরা কাদা ছোঁড়াছুড়ি; স্বজন প্রীতি; ঘুষ দূর্নীতি আর মিথ্যাচারের হোলিখেলা|এই ….এ…ই তো আমাদের রোজকার রোজনামচা|
জহির রায়হানের সময়ের প্রয়োজন গল্পের মতো করে বলি…………..লাশ দেখতে দেখতে অনুভুতি গুলো ভোতা হয়ে গেছে|

তবুও আমি আশাবাদী|ইতিহাস শূন্যতাকে বেশী দিন মেনে নেয় না| মহাকালের নিয়মেই নেতা আসবে|এই পরিবর্তন প্রক্রিয়া দ্রুততর হবে যদি আমরা আমাদের বোধ ও মননকে প্রথাগত দুই দুয়ারী চিন্তার বৃত্ত থেকে মুক্ত করতে পারি| আসুন আমরা এই দুবৃত্ত বেনিয়া সময়ের বৃত্ত ভাঙ্গি| আমরা কি ভুলে গেলাম……. ৭১ এর রক্ত নদীর ইতিবৃত্ত|

৫২র কথকতা…………… পলাশীর পালাগান………. তারো আগের যাই……..গাঙুরের জলে , বেহুলা ভাসালো ভেলা, প্রথম দ্রোহের অবিনাশী পায়ে,
শুরু হোলো পথ চলা| আমরা কি ভুলে গেলাম আমাদেরই গৌরব যাত্রা| আর্য রক্ত ভুলেছে কি সেই শিকল ভাঙ্গার গান….