ও মানুষ, ও মনন, তুমি স্বপ্ন দ্যাখো…

জিয়াউদ্দিন হাওলাদার
Published : 23 May 2012, 07:06 PM
Updated : 23 May 2012, 07:06 PM

পৃথিবীতে একটাই জাতি আছে যারা স্বপ্ন দেখতে ভয় পায়|যেদেশে স্বপ্ন দেখা নিষেধ| আপনি ইউরোপ আমেরিকার মানুষের কা্ছে প্রশ্ন করবেন…….. তোমাদের সবার বাড়ী ; সবার গাড়ী ;
ব্যপার কি ? ওঁরা বলবে……." আমরা চাই, তাই পাই "| আপনাকে বা আমাকে প্রশ্ন করলে বলি………. "কপালে নাই"|

আসল রহস্যটা হলো ওঁরা স্বপ্ন দেখে তাই পায়|ওরা জন্মের পরই দেখে সবার বাড়ী-গাড়ী…….. এটাই ওদের কাছে স্বাভাবিক|আমরাও স্বপ্ন দেখি…….. ভালোভাবে লেখাপড়া করে…..একটা চলে যাওয়ার মত চাকরী….. বিয়ে-সংসার….. লোকাল বাস……ডায়াবেটিস-হার্ট-কিডনির ব্যামো ; অতপর: সন্তানের জন্য একটা ভাড়াটিয়া জীবন যাপন উপহার এবং স্বর্গ যাত্রা|এইতো আমাদের স্বপ্নের চৌহদ্দি|

আপ্বার কোনো আত্নীয়কে প্রশ্ন করে দেখবেন…….." কি বলো একটা গাড়ী-বাড়ী হলে কেমন হয় ? " দেখবেন ফিক করে হেসে দিয়ে বলবে……." ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ কি ? " অথচ প্রতিদিন সুবেসাদেকে আল্লাহ্ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে এসে বলে….." হে মানব সন্তান কি চাও বল "। এরা ভুলে যায় .." GOD IS THE
GREATEST
DREAMER."

পাশ্চাত্যে একটা কথা খুব চালু …… A MAN IS KNOWN BY THE SIZE OF HIS DREAM . সৃষ্টির সেরা জীব,আশরাফুল মাখলুকাত; মানুষেরই একমাত্র পছন্দের আধিকার আছে। সেই প্রাগৈতিহাসিক কালে মানুষ ও বাঘ যুগপৎ গুহায় বাস করতো। কিন্তু মানুষ আজ মহাশুণ্যে বসবাসের আয়োজনে ব্যাস্ত; আর বাঘ সেই আজো গুহাবাসী। অনেকেই বলবে পরিশ্রম করো সফল হবে। বাংলাদেশে সবচেয়ে বেশী শ্রম দেয় রিক্সা আলা… ঠেলা আলা।

তাদের কয়জনের বাড়ী-গাড়ী আছে ? স্বপ্ন হীন পরিশ্রমে বড়জোড় মজুর-চাষা হওয়া যায়। বড়মাপেরে সফলতার জন্য চাই শ্রম ও স্বপ্নের যুগলবন্দী আয়োজন। আমাদের সমস্যা অন্য জায়গায়ও। স্বপ্ন বলতে আমরা বুঝি ……. ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কে। ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন… স্বপ্ন নয়…….. স্বপ্ন ঐটা যা আপনাকে ঘুমাতে দেয়না । তাই তো বলি….. ও মানুষ…. ও মনন তুমি স্বপ্ন দ্যাখো । আর বলি……." ঘর-দোর বেঁচো ইচ্ছে হলে করবোনাতো মানা ; বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেঁচোনা।"