এম.এল.এম… ডেসটিনি এবং মিডিয়া মহাজন… (পর্ব…১)

জিয়াউদ্দিন হাওলাদার
Published : 25 May 2012, 06:29 AM
Updated : 25 May 2012, 06:29 AM

আমার কৈফিয়ত…….
……………………………………………………………………………………………………….
বিষয়টি আজ এতবেশী তর্কিত যে অনেকেই কলম ধরতে বিব্রত বোধ করছেন । সবকিছু দেখেশুনে মনে হচ্ছে ; গভীর-অগভীর, বোধে-অবোধে, মোহে-নির্মোহে, বাদে-বিবাদে, রাগে-অনুরাগে, এ এক কুয়াশাচ্ছন্ন দহনকাল পার করছি আমরা । শুরুতেই বলেনেই… এম.এল.এম মহাসমুদ্রে আমি এক শিশুবৎ সাঁতারু মাত্র । যে কিনা তীরও পেরুতে পারিনি এই পর্যন্ত । তবে ভরসা এই যে… আমার মত অগুণতি শিশুকেও যে দেখছি বেলাভূমিতে হাবুডুবু খেতে ।

আমার বোধ ও মননের সবটুকু জড়ো করে আমি সর্বোচ্চ নির্মোহ এবং তথ্যনিষ্ঠ থাকার চেষ্টা করবো । আমি জানি আমাদের ব্লগাররা অসম্ভব মেধাবী ও বোধ সম্পন্ন । আমি গভীরে বিশ্বাস করি …. আপনারা এক একজন বাতিঘর ভবিষ্যত আঁধারে । আপনাদের বিবেকের কাছে আমার নতজানু প্রার্থনা… ভ্রান্তি ধরিয়ে দেবেন… ক্ষমার আলোয় । আর আমার অজ্ঞানতা-দীনতা এবং ক্ষমাহীন রুঢ়-কন্ঠও আপনাদের করুণার আলোয় পথ পাবে । তবে দোহাই … ব্যক্তিগত আক্রমন করবেন না । আমি এম.এল.এম নিয়ে একাডেমিক আলোচনার আহ্বান জানাচ্ছি মাত্র । আসুন নতুন দিগন্তের খোঁজ করি। বিভ্রান্তির অবসান হোক।

(চলবে)……..