এম.এল.এম… ডেসটিনি এবং মিডিয়া মহাজন (পর্ব…৩)

জিয়াউদ্দিন হাওলাদার
Published : 31 May 2012, 04:32 AM
Updated : 31 May 2012, 04:32 AM

একাডেমিক স্বীকৃতি
……………………………
মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর উচ্চ শিক্ষা কারিকুলামের বাগানবাড়ীতেও এই ব্যবসার সস্মান জনক স্বীকৃতি । ইলিনয়িস ইউনিভার্সিটি ;লংআইল্যান্ড ইউনিভার্সিটি…. শিকাগো এর বনেদী বারান্দায় আজ এম.এল.এম এর জয়যাত্রা । দিল্লী ইউনিভার্সিটিতে ৬ মাস মেয়াদী কোর্স চালু আছে ।

এম.এল.এম এর সাথে সম্পর্কিত ব্যক্তিত্ব…..
………………………………………
জন ক্যালেন্স, রবার্ট টি কিয়োসাকি , জিগ জিগলার, বিল ব্রিট, এ্যন্থনী রবিনস্, রিচার্ড পো, মেজর অব: সিমোহন , এইচ.এইচ. কুইক প্রমুখ ।
এদের মধ্যে এ্যান্থনী রবিনস….. যার সেমিনারের টিকিট পেতে হলে আপনাকে ৭ দিন আগে বুকিং দিতে হবে এবং যারকাছে বিল ক্লিনটন মাসে অন্তত একবার যান আত্ন উন্নয়নের দীক্ষা নিতে । এছাড়া বর্তমান বিশ্বের মাইক্রোসফট মোগল বিল গেটসও এম.এল.এম এর একজন গুণমুগ্ধ ।

এম.এল.এম তালপাতা
………………………………………..
যাদের অনুসন্দিৎসা আছে তাদের জন্য….. কিছু মুদ্রন প্রমান । উল্যেখযোগ্য কিছু লেখনী…. GOING THE DISTANCE IN NETWORK MARKETING (K.SOW. PHD), ওয়েভ ৩; দ্যা নিউ এরা ইন নেটওয়ার্ক মার্কেটিং (রিচার্ড পো), দ্য ইনসাইড সিক্রেটস টু নেটওয়ার্ক মার্কেটিং (এইচ.এইচ. কুইক), বিয়িং দ্য বেস্ট ইউ ক্যান বি ইন এম.এল.এম (জন ক্যলেন্স), বিজনেস স্কুল (রবার্ট টি কিয়োসাকি) ।

কতিপয় মুর্খ-শিশুর স্তাবকতা……..
……………………………………………..
বর্তমান বিশ্ব-বিপনন গুরু…. ফিলিপ কটলার…. " আই লাভ ডিরেক্ট সেলিংস "
জন ক্যালেন্স……. " বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুযোগ"
বিল গেটস…. " আমি যদি সবকিছু প্রথম থেকে শুরু করার সুযোগ পাই ….. তবে নেটওয়ার্ক মার্কেটিং দিয়েই শুরু করবো"
রবার্ট টি কিয়োসাকি…" মানুষ কাজ খোঁজে আর ধনীরা নেটওয়ার্ক খোঁজে ও গড়ে তোলে"
(চলবে……)