নাটোরে বাউলমিলন মেলা অনুষ্ঠিত

জাহিদ ফয়সাল
Published : 5 Dec 2012, 05:19 PM
Updated : 5 Dec 2012, 05:19 PM

রবি ও সোমবার নাটোরে হাজড়া মহল্লাতে দুইদিন ব্যাপি বাউল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মিলন মেলার আয়োজন করেছে কার্তিক ক্ষুধাস ও ভোলামন বাউল ও সমাজ কল্যান সংগঠন। সারাদেশ থেকে বাউল শিল্পীরা এ মিলনমেলায় অংশগ্রহন করে।

বাউল মিলন মেলায় উদ্ধোধন করেন রাজশাহীর ফোকলর বিভাগের প্রধান ড.আবুল হাসান চৌধুরি। এছাড়া সাংবাদিক, বুদ্ধিজীবি, গবেষক, প্রমূখ উপস্থিত ছিলেন।

বাউল মিলন মেলার আয়োজন নিয়ে এ কার্তিক ক্ষুধাস এর ছেলে শিখন জানান, বাউলগান অপসংস্কৃতির করাল গ্রাসে মৃত হতে চলেছে। এই অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা বাউল মেলার আয়োজন করে থাকি। এছাড়া তরুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিতে জানানোর জন্য আমরা এ মেলার আয়োজন করি।

এই মিলনমেলাকে কেন্দ্র করে নাটোরে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিলো।