এখন আমি কিভাবে আইনের আশ্রয় পেতে পারি, সবার কাছে পরামর্শ চাইছি

জিয়াউল ইসলাম
Published : 23 July 2012, 07:01 PM
Updated : 23 July 2012, 07:01 PM

কিছুদিন আগে একটি ট্রেন থেকে ভৈরব র‌্যাব-৯ এর সদস্যরা ১ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের পর তারা রেলওয়ে থানায় মামলা দায়ের করে। আর এই মামলায় আমার এক আত্মীয়কেও আসামী করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ওই মহিলা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে সে এই মাদক আমার ওই আত্মীয়ের কাছ থেকে নিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। কারন আমার ওই আত্মীয় মাদক ব্যবসার সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে স্থানীয় থানায় কোন মাদক মামলাও নেই।

এই ব্যাপারে আমি আমার ওই আত্মীয়ের সাথে কথা বলে জানতে পারি যে, ওই মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে রেলওয়ে স্টেশন এলাকায় কোন এক বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। ওই সময় ওই পুলিশ কর্মকর্তা তাকে জেল খাটানোর হুমকী দেয়। এর কিছুদিন পরই এ মামলা দায়ের হয়। এক সপ্তাহ আগে মামলাটির চার্জশীট আদালতে পাঠানো হয়েছ। আমি একটা কথা বুঝতে পারছিনা কেউ যদি শত্রুতামূলকভাবে আমার নাম বলে তাহলে কি আমিও অপরাধী হয়ে যাব ? বিষয়টা নিয়ে কিভাবে আইনের আশ্রয় পেতে জানা থাকলে সম্মানিত ব্লগাররা দয়া করে উপদেশ দেবেন।