মেরিডিয়ান ক্ষুদে গানরাজঃ হুমায়ুন আহমেদ, যুবতী বউ শাওন এবং সাংবাদিকের কাণ্ডজ্ঞান

সত্য সন্ধানী আমি
Published : 8 April 2011, 03:25 PM
Updated : 8 April 2011, 03:25 PM

টিভি পাগল,বউ পাগল,নেশা পাগল,ভাবের পাগল,স্বার্থের পাগলসহ দুনিয়াতে হরেকরকম পাগলে ভরপুর।আমিও তার মধ্যে একজন।তবে আমি খিচুরি পাগল।খিচুরী রান্না করে ১০০ মাইল দুরে আমাকে দাওয়াত দিলেও আমি যেতে রাজী আছি। ঘনিষ্ট যারা জানে তারা খিচুরি রান্না করলে আমাকে না খাইয়ে খাবেনা।এই কারণে কাছের বন্ধুটির বাসায় আমার প্রায় খিচুড়ির দাওয়াত পড়ে।আর এই খিচুড়ি খেতে গিয়েই আমি ইন্ডিয়ান বেশ কিছু চ্যানেলের সাথে পরিচিত হয়।আমরা ২ বন্ধু যখন সপসপে ব্যস্ত তখন ভাবী এক মনে এক ধ্যানে এই চ্যানেলগুলো দেখতে ব্যস্ত।ইন্ডিয়ান জনপ্রিয় চ্যানেলগুলো মূলত ২ রকমের।সংবাদ ভিত্তিক এবং বিনোদন ভিত্তিক।যে চ্যানেলগুলো সংবাদ দেখায় সে চ্যানেলগুলো শুধু সংবাদ,সংবাদ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান,টকশো,রাজনীতি নিয়ে ব্যস্ত।আর যে চ্যানেলগুলো বিনোদন নিয়ে ব্যস্ত সে চ্যানেলগুলোর কিছু চ্যানেল ব্যস্ত গাঁজার নৌকা হাওয়ায় ভাসে টাইপের সিরিয়াল প্রচারে আর কিছু চ্যানেল ব্যস্ত বিভিন্ন রকম প্রতিযোগিতা নিয়ে।এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো ৫বছর বয়সী থেকে শুরু করে যে কোন বয়সী পর্যন্ত গানের প্রতিযোগিতা,পোশাক প্রতিযোগিতা,রান্না প্রতিযোগিতা,সুন্দরী প্রতিযোগিতাসহ অনেকরকম প্রতিযোগিতা।এই প্রতিযোগিতাগুলোর বিচারকদের মধ্যে কাইজ্জা একটা কমন দৃশ্য।

যাই হউক হিন্দী চ্যানেলগুলোর বিভিন্ন প্রতিযোগিতার অনুকরণে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সুন্দরীদের চামড়ার প্রতিযোগিতা কিংবা সেরা কণ্ঠ প্রতিযোগিতা বাংলাদেশে শুরু করে প্রথম চ্যানেল আই।গানে আওয়াজ তোলো প্রানে স্লোগানের সেরা কন্ঠ বেশ জনপ্রিয় হওয়ার পর থেকে বাংলাদেশের চ্যানেলগুলোতে শুরু হয়েছে বিভিন্ন বয়সীদের গানের প্রতিযোগিতা।এই গানের প্রতিযোগিতার অন্যতম একটি প্রতিযোগিতা ক্ষুদে গানরাজ।বেশ কয়েক বছর ধরে চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।শিশুদের নিয়ে এর আগে এত বিশাল করে কোন আয়োজন কোন চ্যানেলে হয়নি।এই কারণেই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা দেশে বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠে।কোমল মতি শিশুদের কন্টে আসতে থাকে কাল সারারাত ছিল স্বপ্নের রাত ঘুম ছিলনা দুটি চোখের পাতায়/রুব্বানে নাচে কোমর ঢুলায়া/বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া হাইট্যা যায় বুকটা ফাইট্যা যায়/খায়রুনলো তোর লম্বা মাথার চুল/ভালবাসবো বাসবরে বন্ধু তোমায় যতনে সহ বড়দের গান।ভালবাসা বিরহ ,ছ্যাঁকা, খুল্লাম খুল্লা বাসর রাতের গান সহ যত রকমের গান আছে সব রকমের গানই এই শিশুরা গাইছে বিচারকদের সামনে।

কি শিখছে এই সব অনুষ্ঠানগুলো থেকে কোমলমতি শিশুরা সেই প্রশ্নটি করা হয়ত বেকুবের মত হয়ে যেতে পারে।বেশ কয়েক মাস আগে পড়শীর একটি মিউজিক ভিডিও দেখে রীতিমত স্তব্দ হয়ে গেলাম।ক্লাস ৭ পড়ুয়া মেয়েটির ভিড়িও দেখুন

http://www.youtube.com/watch?v=czoAjSq3fp8

এই ভিডিও করার জন্য যে বয়সের দরকার সেই বয়স কি পড়শীর হয়েছে?বিভিন্ন ব্লগে এই নিয়ে বেশ সমালোচনা করেছে ব্লগাররা।আরেফীন রুমিকে নিয়ে বেশ মন্তব্য করা হয়েছে।অনেকেই মানতে পারছেননা আরেফীন রুমির ভীমরতি।
কিন্তু কাদের হাত ধরে পড়শিরা আসছে?পড়শীর মত অন্য শিশুরা কাদের সামনে গান গেয়ে পড়শী হচ্ছে সে খবর কতজনই রাখে?তাহলে এই ভিডিওটি দেখুন

http://www.youtube.com/watch?v=mlnyw8Cd3pg

বিচারক হুমায়ন আহমেদ শাওনের বিচারের নমুনাও দেখুন।হুমায়ন আহমেদের মত একজন মিডিয়া ব্যক্তিত্ব উনার যুবতী বউ নিয়ে যে অনুষ্ঠানে শিশুদের উৎসাহ দিচ্ছেন শাওন যখন কোন শিশুর শাশুড়ী সাজেন তখন হুমায়ন আহমেদের মিটিমিটি হাসি দেখার মত।অনেকেই এখন আমার ১৪গুষ্টি উদ্ধার করতে পারবেন।আরেফীন রুমিরা ডিজুস শিল্পী।ওদের কোন দায়বদ্ধতা নেই সমাজের প্রতি।টাকার জন্য ওরা নেংটা হয়েও মিউজিক ভিডিও করতে পারবে ।কিন্তু হুমায়ন আহমেদের মত মিডিয়া সুশীলদের দায়বদ্ধতা বলতে কিছু কি নেই? থাকবেই বা কেন?গ্রামের কোন বুইড়া যুবতী মেয়ে বিয়ে করলে সেটা হয়ে যায় ভীমরতি আর হুমায়ন আহমদ করলে সেটা হয় ভালবাসা এরশাদ করলে সেটা হয় লুচ্চামি আরেফীন রুমি করলে সেটা হয় বদমাইশি। কিন্তু আরেফীন রুমিদের সাথে এমন মিউজিক ভিডিও করার পাশ মার্ক যারা দিয়ে আসছেন তাদের ১৪ গুষ্টি কেউ উদ্ধার করেনা।পড়শীর এই বয়সের বডি ফিজিক্স নিয়ে সমালোচনার সুযোগটি কতজনই বা হারাতে চাই? পুরো ভিডিওটি ভাল করে দেখুন। আপনি হুমায়ন আহমেদও উনার যুবতী বউয়ের ভাঁড়ামির পরই দেখবেন সেলিম চৌধুরীর প্রশ্নে পিচ্চি মেয়েটি কি বলছে । ৯-১২বছরের একটি পিচ্চির কাছে দেহ পূজি করে শিল্পী হওয়া মিলা শ্রদ্ধেয়া মিলা..

2011……

২০১০ এর পর ২০১১ সালেও ক্ষুদে গানরাজ শুরু হয়ে ৩ ভাগের ২ভাগ প্রায় শেষ। আর এরই মধ্যে ঘটে গেছে একটি ঘটনা।যা ঘটেছে — ফলাফল ঘোষণার আগেই মঞ্চে সেন্সলেস হয়ে গিয়েছে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজের এক প্রতিযোগী।মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার অন্যতম বিচারক ফেরদৌস আরা এ সম্পর্কে বলেন, 'প্রতিযোগিতার অতিরিক্ত টেনশন ক্ষুদে প্রতিযোগীরা নিতে পারছে না। তাদের মধ্যে সব সময়ই বাদ পড়ার আতঙ্ক বিরাজ করছে। আর এ কারণেই এমন ঘটনাটি ঘটেছে বলে তিনি মনে করেন।'

আফসোসের বিষয় এই ঘটনাটি যে সাংবাদিকের কারণে ব্লগে জানতে পারলাম সে সাংবাদিক দ্বিতীয়বারের মত এই অনুষ্ঠানে গিয়ে অতিথি হিসেবে গিয়ে ব্লগে এসে বিজ্ঞাপন দেয় — আজ প্রচারিত হবে ক্ষুদে গানরাজে প্রতিযোগী সেন্সলেস হওয়ার পর্বটি .. ২য় বারের মত অতিথি হয়ে গেছি । সাংবাদিকের কান্ডজ্ঞান নিয়ে কমেন্ট করায় আমি হয়ে যায় শিবির এবং ব্লক!! গত পোস্টে বলেছিলাম হাসিনা-খালেদার পা চাটার জন্য আছে একপাল অমানুষ যারা সংসদে গিয়ে হাসিনা-খালেদার পা চামচামির প্রতিযোগিতায় মুজিব-জিয়ার কাফনের কাপড় নিয়ে টানাটানি করে। আজ বলছি দুটি প্রধান রাজনৈতিক দলের ব্যক্তিরা কোটি কোটি টাকা খরচ করে পত্রিকা আর টেলিভিশন খুলে একপাল অমানুষকে মিডিয়ায় ছেড়ে দিয়েছে।যাদের মানসিকতা রাজনীতিবিদদেরই মত।যাদের কাছে টেলিভিশনে নিজের খোমা দেখিয়ে ভেটকানোর নামই সাংবাদিকতা।

ক্ষুদে গানরাজ যে বাংলাদেশে কি প্রভাব ফেলেছে তার কিছু নমুনা দেখুন।

http://www.youtube.com/watch?v=obkyN8HylyE

ইভটিজিং নিয়ে কত চিৎকার দেখুন বিনোদন দুনিয়ার অবস্থা ।কি শিখবে এইসব ভিডিও দেখে শিশুরা?

http://www.youtube.com/watch?v=IBJx2Q2UcP8

আমাদের আগামী প্রজম্মকে আমাদেরই বাঁচাতে হবে ।আর কতদিন রাজনীতিবিদদের চামচা হেয় থাকব?ব্লগে পোস্ট দিলে প্রায় সবাই সহমত জানায় সচেতন পোস্টের জন্য ধন্যবাদ দেয়।কিন্তু কি লাভ আমাদের সচেতনতার?যে সচেতনতা আমাদের সমাজের অনাচার,আমাদের সংস্কৃতির ধ্বংস ঠেকাতে পারছে না সে সচেতনতা কি অর্থহীন নয়?বাস্তব সত্যি হচ্ছে আমরা সচেতন।সবই বুঝি ।কিন্তু আমরা শেখ হাসিনা-খালেদা জিয়ার আঁচল থেকে বের করে আনতে পারিনি আমাদের সচেতনতা।ভারত-পাকিস্তান দুটি শত্রু দেশ একসাথে বসে খেলা দেখে আর আমরা হাজার হাজার মাইল দুরে বসে কে পাকিস্তান সাপোর্ট করা মানেই রাজাকার,ভারত সাপোর্ট করা মানেই ভারতের দালাল এসব নিয়ে একজন আরেকজনের দেশপ্রেম হরণ করি।