ছিনতাই আরও বাড়বে

আবু আলী
Published : 15 August 2012, 09:17 AM
Updated : 15 August 2012, 09:17 AM

ছিনতাইকারীদের মাফ করে দেওয়া হলে ছিনতাই কমবে না, বরং আরও বাড়বে। ছিনতাইকারীদের কোন আত্মীয় নেই। রাতের আঁধারে যার কাছে যা পান তাই ছিনিয়ে নিয়ে যান। কিন্তু প্রথম আলো অন লাইনে দেখলাম ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার, পার্ট-২ এর দুই ছিনতাইকারীর সাজা মওকুফ করে দিয়েছেন। এম খবরে আশ্চার্যান্বিত হলাম। কিন্তু আশ্চার্যান্বিত হয়ে কোন লাভ নেই। কারণ দুই ছিনতাইকারীর সাজা মওকুফ করায় ছিনতাইকারীরা আরও উৎসাহী হয়ে এ কাজে অগ্রসর হবেন। এতো অপরাধপ্রবণতা আরও বাড়বে। বকে যাবে অনেক ভালো ছেলেরাও। ছিনতাইকারীদের মাফ করা ঠিক হয়নি?