হাজার ইস্যু আছে পররাষ্ট্রমন্ত্রী, ধরতে পারে না বিএনপি

আবু আলী
Published : 22 August 2012, 05:27 PM
Updated : 22 August 2012, 05:27 PM

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি বলেছেন, জনগণকে উদ্বুদ্ধ করে আন্দোলন করতে হবে। কিন্তু সরকার পতনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার মতো বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তাই আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। খবর প্রথম আলো অনলাইন। কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি মন্ত্রিত্বের স্বাদ নেওয়ায় ভুলে গেছেন, শেয়ারবাজারে লাখ বিনিয়োগকারীর নিঃস্ব হওয়া কাহিনী! এটি একটি আন্দোলনের বড় ইসু। এটি অবশ্য বিরোধী দল ধরতে পারেনি। যদি আপনাদের দলীয় অনেক এমপি বিষটি নিয়ে জাতীয় সংসদেও আলোচনার ঝড় তুলেছেন। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি। এটি আরেকটি বড় ইসু। আপনি হয়ত ভুলে গেছেন, এটি নিয়ে আপনাদের সরকারের আমলে বামদলগুলো প্রথম হরতাল পালন করেছে। কিন্তু বিরোধী দল বিএনপি এটি নিয়ে মাথা ঘামান না। কারণ তারা আছেন, আবার কিভাবে ক্ষমতায় আসা যায়।

বিদ্যুৎ খাতের দুর্নীতি বড় ইসু হলেও বিএনপির নজরে আসেনি, কারণ তারা ক্ষমতায় এসে এ রকম প্রকল্প হয়তো তারাও বের করবে। গুমের ঘটনা আজ সহজ লভ্য বিষয়। জাতীয় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ গুমের শিকার হচ্ছেন, কিন্তু বিএনপির নজরে এটি আসেনি। বিচারক নিয়োগে দলীয়করণ, পদ্মা সেতুসহ আরও অনেক ইস্যু রয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী