দুদকের চ্যালেঞ্জ

আবু আলী
Published : 2 Sept 2012, 02:56 PM
Updated : 2 Sept 2012, 02:56 PM

বিভিন্ন ইস্যুতে দুর্নীতি দমন কমিশনের সামনে চ্যালেঞ্জ এসেছে। কিভাবে সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দুদক তা দেখার প্রত্যাশায় আমরা। দুদক যদি তাদের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করতে পারে তাহলে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হবে বে মনে হয়। বিশেষ করে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা হচ্ছে। দুর্নীতির অভিযোগ উঠেছে মন্ত্রী, উপদেষ্টা থেকে নিচের কর্মকর্তাদের নিয়ে। এ বিষয়ে সাবেক যোগযোগমন্ত্রী আবুল হোসেন আগামীকাল সোমবার সকাল ১০টায় দুদকে যাচ্ছেন। তাকে নিয়ে দুদকের অবস্থান দেখার জন্য দেশবাসী অপেক্ষায় রয়েছে।

হলমার্ক কেলেঙ্কারি ইসু নিয়ে সারাদেশ যখন সমালোচনার ঝড় উঠছে ঠিক সেই সময় দুর্নীতির নাম শোনা যাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছেরের নাম। তাকেও নাকি দুদক ডাকবে দুর্নীতি দমন কমিশন। তার বিষয়টি কিভাবে নেয় দুদক তা দেখার প্রত্যাশায় রয়েছে দেশবাসী। এছাড়া ডেসটিনির অর্থপাচারের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের অনেকের নাম শোনা গেছে। তাদের বিষয়ে দুদকের সামনে পরীক্ষা। এ পরীক্ষাগুলো দুদক কিভাবে দেয় তা দেখার প্রত্যাশায় রইলাম।