অর্থমন্ত্রীর কথায় উৎসাহিত হবেন দুর্নীতিবাজরা!

আবু আলী
Published : 4 Sept 2012, 04:53 PM
Updated : 4 Sept 2012, 04:53 PM

গণমাধ্যম সরকার বা বিরোধী দলকে সমালোচনা করেন সংশোধনের জন্য। কিন্তু সরকার মনে করে বিপদে ফেলানোর জন্য সমালোচনা করেন গণমাধ্যম। এমনটি অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। মঙ্গলবার অর্থমন্ত্রী হলমার্ক গ্রুপকে দেওয়া সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, 'ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। অথচ মাত্র চার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে যা প্রচার হচ্ছে, তাতে মনে হচ্ছে, পুরো ব্যাংকিং খাতেই ধস নেমেছে। এই প্রচারণা ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করছে।' খবর প্রথম আলো।

মাননীয় অর্থমন্ত্রী আপনাকে একজন সৎ মানুষ হিসেবেই চিনি আমরা। আপনার হয়ত জানা নেই, দুর্নীতি এক টাকা হলেও তা দুর্নীতি। কিন্তু চার হাজার কোটি টাকা দুর্নীতির বিষয় আপনার কাছে দুর্নীতি মনে হয়নি। মাননীয় মন্ত্রী ব্যাংকের নিজের কোনও টাকা নেই। এ টাকাগুলো সাধারণ মানুষেরই আমানত। মানুষের আমানত নিয়ে দুর্নীতিবাজ ব্যাংক কর্তারা হলি খেলায় নামল যখন তখন তাদের শাস্তির বিধান বাদ দিয়ে বক্তব্য দিয়ে আরও উৎসাহিত করলেন। এটি দুঃখজনক মাননীয় অর্থমন্ত্রী। আপনার বক্তব্যে দেশে দুর্নীতি মুক্ত হওয়ার বিপরীতে দুর্নীতি আরও বাড়বে।